Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bagtui Massacre: সেই রাতে আগুন নেভাতে কি কেউ বাধা দিয়েছিল? বগটুইয়ে সিবিআই-এর মুখোমুখি দমকল

Bagtui Massacre: ইতিমধ্যেই রামপুরহাট হাসপাতাল, বগটুই মোড় ও হাইওয়ে সংলগ্ন এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই। বগটুই গ্রামে কোনও সিসিটিভি না থাকায় মেলেনি ফুটেজ।

Bagtui Massacre: সেই রাতে আগুন নেভাতে কি কেউ বাধা দিয়েছিল? বগটুইয়ে সিবিআই-এর মুখোমুখি দমকল
বাগটুইয়ে আগুন লাগানোর মুহূর্তের ছবি (ফাইল চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2022 | 12:01 PM

বীরভূম: বগটুইকাণ্ডে দমকলের দুই অফিসারকে সিবিআই ক্যাম্পে তলব করা হল। ঘটনার রাতে বগটুইয়ের সেই অভিশপ্ত বাড়িতে আগুন নেভাতে গিয়েছিলেন তাঁরা। অকুস্থলে পৌঁছেই ঠিক কী দেখেছিলেন? কখন পৌঁছেছিলেন? আগুন নেভাতে কেউ বাধা দিয়েছিল কিনা? সে সবই তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। তাঁদের বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে। বগটুই কাণ্ডে মঙ্গলবারই রামপুরহাট থানার আইসিকে সিবিআই তদন্তকারীরা তলব করেন। তাঁর ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। ঘটনা যে ঘটতে পারে, তা নাকি আগেই আঁচ করেছিলেন তিনি। তবুও কেন কোনও পদক্ষেপ করেননি? তিনি কি কারোর নির্দেশে কাজ করেছিলেন? জানতে চান তদন্তকারীরা। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুই গিয়ে তাঁর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। অসন্তোষ প্রকাশ করেছিলেন খোদ এসডিপিও-র ভূমিকা নিয়েও। তাঁকেও বদলি করে দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই রামপুরহাট হাসপাতাল, বগটুই মোড় ও হাইওয়ে সংলগ্ন এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই। বগটুই গ্রামে কোনও সিসিটিভি না থাকায় মেলেনি ফুটেজ। তবে হাইওয়ে থেকে দুষ্কৃতীরা ঢুকেছিল কিনা তা জানার জন্য হাইওয়ে ও বগটুই মোড়ের ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ খতিয়ে দেখে ঘটনাক্রম তৈরি করছেন তদন্তকারীরা।

সেই রাতে বগটুই গ্রামের আগুন নেভাতে আসা দমকলের অফিসার ও ফায়ার অপারেটরদেরও তালিকা ধরে তলব করার প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকেই। বুধবার সকালেই তলব করা হয়েছে ২ জনকে।

এদিকে, রামপুরহাটে তৃনমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতদের নাম শেরা সেখ, সঞ্জু সেখ ও রাজা সেখ। মঙ্গলবার রাতে মালদা ও রামপুরহাট ঝাড়খণ্ড বর্ডার এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখকে। এই ঘটনায় ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়। আগেই হানিফ সেখ নামে একজন গ্রেফতার হয় । তারপর গতকাল রাত্রে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। আজ ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে। মিহিলালকেও আজ ফের জিজ্ঞাসাবাদ করা হবে। মঙ্গলবারও মিহিলাল ও শেখলালকে জেরা করেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Bagtui Massacre: বগটুইকাণ্ডে এবার তলব সাসপেন্ড হওয়া আইসিকে, কঠিন হতে পারে ‘প্রশ্নপত্র’

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'