Bomb Blast: সাত সকালে তীব্র বিস্ফোরণে কাঁপল খয়রাশোল, একসঙ্গে ফাটল ৭০টি তাজা বোমা
Birbhum Bomb: স্থানীয় সূত্রে খবর, বাড়িটি ওই এলাকার বাসিন্দা শেখ জামালের ছেলে শেখ সেরাফতের। তিনি এলাকার তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। তাঁরই নির্মীয়মাণ বাড়িতে বোমা বিস্ফোরণ হয়।
বীরভূম: নির্মীয়মাণ বাড়িতে বোমা বিস্ফোরণ। বাড়িতে কেউ না থাকার কারণে কারোর কোনও ক্ষতি হয়নি। মঙ্গলবার সকাল নাগাদ বিস্ফোরণটি হয়। বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার ডেমুরটিটা গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, বাড়িটি ওই এলাকার বাসিন্দা শেখ জামালের ছেলে শেখ সেরাফতের। তিনি এলাকার তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। তাঁরই নির্মীয়মাণ বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। এলাকাবাসীর বয়ান অনুযায়ী বালির নিচে আনুমানিক ৭০টি বোমা মজুত করা ছিল। তবে কে বা কারা কী উদ্দেশ্যে এই বোমাগুলি রেখে গিয়েছিল তা জানতে পারা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের বয়ান অনুযায়ী ভোটের পর থেকে ভিতর-ভিতর কোন্দল ছিল ওই এলাকায়। আগে এই এলাকার লোকজন সক্রিয় তৃণমূল করলেও অনেকেই পঞ্চায়েত ভোটের সময় নির্দল হয়ে যান। গ্রামবাসীদের সন্দেহ নির্দলের লোকজন হয়ত কেউ বোমা মজুত করে রেখে গিয়েছিল ওই বাড়িটিতে।
সেরাফতের কাকিমা সেলিমা বিবি বলেন, “সকাল ৯টা নাগাদ আমরা ঘরের কাজে ব্যস্ত ছিলাম। সেই সময় হঠাৎ বিকট একটা শব্দ হয়। প্রথমে বুঝে উঠতে পারিনি কীসের শব্দ। একে-ওকে জিজ্ঞাসা করছি। বাইরে বেরিয়ে দেখছি ধোঁয়া উড়ছে। এরপর শুনতে পাই বোমা বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে। আমাদের যা মনে হচ্ছে রাত্রিবেলা কেউ এসে এই বোমা রেখে গিয়েছে ওই বাড়ির নিচে।”