AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: গুজরাটে বাংলাদেশি সন্দেহে পুলিশের জালে বাংলার তিন, ‘দিদিকে বলো’তে অভিযোগ

Birbhum: ভারত পাকিস্তান যুদ্ধের আবহে পাকিস্তানি ও বাংলাদেশিদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তার ফলে বাংলাদেশি সন্দেহে গত শনিবার ভোরে বাংলার ৩ যুবক আটক গুজরাট পুলিশের হাতে। ২ যুবকের বাড়ি বীরভূমে ও ১ যুবকের বাড়ি পূর্ব বর্ধমান।

Birbhum: গুজরাটে বাংলাদেশি সন্দেহে পুলিশের জালে বাংলার তিন, 'দিদিকে বলো'তে অভিযোগ
গুজরাটে গিয়ে পুলিশের জালে বীরভূমের তিন যুবকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 30, 2025 | 12:41 PM
Share

বীরভূম: সুরাটে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক। বীরভূমের দুই ও পূর্ব বর্ধমানের এক। ‘দিদিকে বলো’তে ফোন করে অভিযোগ পরিবারের।

ভারত পাকিস্তান যুদ্ধের আবহে পাকিস্তানি ও বাংলাদেশিদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তার ফলে বাংলাদেশি সন্দেহে গত শনিবার ভোরে বাংলার ৩ যুবক আটক গুজরাট পুলিশের হাতে। ২ যুবকের বাড়ি বীরভূমে ও ১ যুবকের বাড়ি পূর্ব বর্ধমান। বীরভূম জেলার লাভপুর থানার কুসুমগড়িয়া গ্রামের দুই যুবকের নাম সুলতান মল্লিক ও শেখ আতাউর রহমান। ও পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার খরদত্তপাড়ার যুবকের নাম কামারুজামান মল্লিক। এই তিন জন সম্পর্কে মামা ভাগ্নে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সুলতান মল্লিক ও শেখ আতাউর দীর্ঘ ৮ বছর ধরে গুজরাটের সুরাটের রামনগরে কাপড়ের কারখানায় কাজ করছেন ও বর্ধমান জেলার কামারুজ্জামান মল্লিক গত ১ বছর ধরে কাজ করে। তার ফলে দীর্ঘদিন ধরে সেখানেই পেশা সূত্রে রয়েছে। গত শনিবার ভোর রাতে গুজরাট পুলিশ গিয়ে তাদের ৩ জনকে আটক করে নিয়ে যায়। গত ৪ দিন ধরে আটক থাকার পরেও গুজরাট পুলিশ থেকে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের।

সমস্ত নথি গুজরাট পুলিশের কাছে পাঠানো হয়েছে বলে পরিবারের তরফে বলে জানা যায়। শেষমেশ ‘দিদিকে বলো’তে ফোন করে অভিযোগ জানিয়েছেন পরিযায়ী শ্রমিকের পরিবার।