Birbhum: স্ত্রীকে কুপ্রস্তাব দিচ্ছিলেন, তাতেই ‘খুন’ তৃণমূল নেতা, নেপাল যাওয়ার পথে ধৃত অভিযুক্ত
Birbhum: গত ১৯ জুলাই রাত্রি আটটা নাগাদ বাড়ি ফেরার পথে বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতা বাইতুল্লা শেখকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে মৃত্যু হয় ময়ূরেশ্বর -১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী বাইতুল্লার।

বীরভূম: নেপাল পালিয়ে যাওয়ার পথে বীরভূমের মল্লারপুরে তৃণমূল কংগ্রেস নেতা বায়তুল্লা শেখ খুনে মূল অভিযুক্ত সাগর সেখকে গ্রেফতার করল বীরভূমের মল্লারপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার তাঁকে ভারত-নেপাল সীমান্তের যোগবানি এলাকা থেকে করে বীরভূমের মল্লারপুর থানার পুলিশ। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত সাগর সেখ। তাঁর স্ত্রীকে কু প্রস্তাব দেওয়ার কারণে তৃণমূল নেতাকে খুন করেছেন বলে দাবি ধৃতের। ধৃতকে আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।
গত ১৯ জুলাই রাত্রি আটটা নাগাদ বাড়ি ফেরার পথে বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতা বাইতুল্লা শেখকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে মৃত্যু হয় ময়ূরেশ্বর -১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী বাইতুল্লার। তিনি বীরভূমের ময়ুরেশ্বর -১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী। তাঁকে উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় সেদিন রাতেই গ্রামের ইয়াফোর শেখ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তবে মূল অভিযুক্ত সাগর সেখ পলাতক ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ।

