Hiran Chatterjee: ‘তৃণমূলের ভ্যাকসিন নিলেই সবাই চোর হয়’, দেব-নুসরত-সায়নীদের একযোগে বিঁধলেন হিরণ
Hiran Chatterjee: এ দিন, শাসকদলকে তোপ দাগতে গিয়ে দীপক অধিকারী-সায়নী ঘোষ-নুসরত জাহানকেও কাঠগড়ায় তোলেন তারকা বিধায়ক। বলেন, "ওরা তৃণমূলে যোগদানের পরই এর ওর টাকা নিয়ে বেড়াচ্ছে। আসলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস।"
তারাপীঠ: দু’দিন সফরে বীরভূমে গিয়েছেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। শনিবার তারাপীঠে পুজো দেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেনজির আক্রমণ করেন শাসক দলকে। কখনও দেব, সায়নী-নুসরতদের তুলোধনা। কখনও আবার তৃণমূলকে ‘চোর’ বলে আখ্য়া গেরুয়া শিবিরের এই নেতার।
বিজেপি বিধায়ক এ দিন কটাক্ষের সুরে বলেন, “তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর সকলকে একটা ভ্যাকসিন দেওয়া হয়। সেই ভাকসিনের নাম চোর এবং দুর্নীতি ভ্যাকসিন। যে যায় সেই চোর হয়ে যায়।” হিরণের দাবি, তৃণমূলে যোগদানের পূর্বে যে কেউ স্বচ্ছ থাকে। ওই দলে যোগদানের পরই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন।
এ দিন, শাসকদলকে তোপ দাগতে গিয়ে দীপক অধিকারী-সায়নী ঘোষ-নুসরত জাহানকেও কাঠগড়ায় তোলেন তারকা বিধায়ক। বলেন, “ওরা তৃণমূলে যোগদানের পরই এর ওর টাকা নিয়ে বেড়াচ্ছে। আসলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস।” যদিও, তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, “পাগলে কি না বলে ছাগলে কি না খায়। অভিনয় জগৎ থেকে এসেছেন তো সেই কারণে রাজনীতি সম্পর্কে কোনও জ্ঞান নেই ওঁর। এটা তো বিজেপির কালচার। বিজেপি নিজেকে ওয়াশিং মেশিন মনে করে। তৃণমূল সেটা কখনোই মনে করে না।”
প্রসঙ্গত, ফ্ল্যাট প্রতারণা মামলায় নাম জড়িয়েছে সাংসদ নুসরত জাহানের। ইতিমধ্যেই ইডি তলব করেছে তাঁকে। অপরদিকে, তৃণমূল যুবনেত্রী তথা সায়নী ঘোষকেও নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি হাজিরা দিতে বলেছিল। আবার বিজেপি-র অভিযোগ, গরুপাচারের টাকা গিয়েছে দেবের অ্যাকাউন্টে। এ দিন তৃণমূলের এই তারকাদেরই বিঁধেছেন হিরণ।