VIDEO: থানায় চত্বরে ‘চিকনি-চামেলি’ গানে নাচলেন কেষ্টর ‘কুকথায়’ বিদ্ধ বীরভূমের সেই IC
Liton Hader: এই লিটন হালদারকে গালিগালাজ করে বিতর্কে জড়িয়ে ছিলেন অনুব্রত মণ্ডল। তা নিয়ে একটানা বিতর্ক দেখে বঙ্গের রাজনীতির কারবারিরা। এখনও কথা শুনতে হয় কেষ্টকে। আইনের জলও ঘোলা হয়েছিল বেশ খানিকটা। কেষ্টর বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর।

কালীপুজোয় শব্দবাজির তাণ্ডব রুখতে গোটা রাজ্যেই কোমর বেঁধে নামে পুলিশ। কিন্তু তারপরেও যে শব্দ দানবের হাত থেকে পুরোপুরি রেহাই মিলেছে এমনটা নয়। অন্যদিকে শব্দবাজি ছাড়াও ডিজে-র দাপট নিয়েও কড়া ভূমিকায় ছিল পুলিশ। সেখানে থানা চত্বরেই কী করে বাজল ডিজে সেই প্রশ্ন উঠছে। আর কী করেই বা সেখানে নাচলেন খোদ আইসি? সঙ্গে নাচতে দেখা গেল অন্যান্য পুলিশ কর্মীদেরও। এ নিয়ে বিতর্ক দানা বাঁধতেই ইতিমধ্যেই বীরভূম জেলা পুলিশ সূত্রে লিটন হালদারকে শোকজ করা হয়েছে বলেও জানা যাচ্ছে।
প্রসঙ্গত, এই লিটন হালদারকে গালিগালাজ করে বিতর্কে জড়িয়ে ছিলেন অনুব্রত মণ্ডল। তা নিয়ে একটানা বিতর্ক দেখে বঙ্গের রাজনীতির কারবারিরা। এখনও কথা শুনতে হয় কেষ্টকে। আইনের জলও ঘোলা হয়েছিল বেশ খানিকটা। কেষ্টর বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়েও ক্ষমাও চেয়েছিলেন অনুব্রত। এবার সেই লিটনের এই কীর্তিতে স্বভাবতই অনুব্রত কী বলেন সেটাই দেখার। তবে এখনও প্রকাশ্যে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
