Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee In Bagtui: যাঁদের ঘর-শরীর পুড়ল, তাঁদের জন্য কত টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন মমতা?

Bagtui Massacre: এদিন মমতা ঘোষণা করেন, "এলাকায় সবসময় পুলিশ-পিকেটিং থাকবে। যাঁদের বাড়ি-ঘর পুড়ে গিয়েছে তাঁরা প্রত্যেকে ১ লক্ষ টাকা করে পাবেন। দরকার পড়লে আরও ১ লক্ষ টাকা দেওয়া হবে তাঁদের।"

Mamata Banerjee In Bagtui: যাঁদের ঘর-শরীর পুড়ল, তাঁদের জন্য কত টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন মমতা?
বগটুইকান্ডে চেক বিলি মমতা বন্দ্যোপাধ্যায়ের (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 24, 2022 | 3:34 PM

বগটুই: বগটুই গ্রামে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার প্রায় আড়াই দিন পর ‘অভিশপ্ত’ বগটুইতে গেলেন মমতা। আক্রান্তদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে, মুখ্যমন্ত্রীকে সামনে দেখে কেঁদে ফেললেন স্বজনহারাদের পরিবার। মমতার সামনেই হাউহাউ করে কাঁদলেন তাঁরা। কান্নায় ভেঙে পড়েন মিহিলাল। তাঁর কাতর আর্তি পুড়ে খাক হয়ে গিয়েছে তাঁদের বাড়ি। স্বজনহারা হয়েছেন তাঁরা।

মমতা কী ঘোষণা করলেন?

এদিন মমতা ঘোষণা করেন, “এলাকায় সবসময় পুলিশ-পিকেটিং থাকবে। যাঁদের বাড়ি-ঘর পুড়ে গিয়েছে তাঁরা প্রত্যেকে ১ লক্ষ টাকা করে পাবেন। দরকার পড়লে আরও ১ লক্ষ টাকা দেওয়া হবে তাঁদের। সঙ্গে আরও ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে ক্ষতিপূরণ হিসেবে। যাঁদের ৬০ শতাংশ বাড়ি পুড়ে গিয়েছে তাঁরা ১ লক্ষ টাকা করে পাবেন। তিনজন শিশুকে দেওয়া হবে ৫০ হাজার টাকা।”

একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্বজনহারা দশটি পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।প্রথম এক বছর নিয়ম অনুযায়ী গ্রুপ-ডি পদে নিয়োগ করা হবে। সেই সময় তাঁরা মাসে দশ হাজার টাকা বেতন পাবেন। এর পরের বছর তাঁদের পাকাপাকি ভাবে নিয়োগ করা হবে।

এদিন, ক্ষতিপূরণ দেওয়ার পূর্বেই মুখ্যমন্ত্রী বলেন, ” জীবনের বিকল্প চাকরি হয় না। নিজের কোটা থেকে আমি ১০ জনকে চাকরি দেব। শুধু এখানকার লোক ঘটনায় জড়িত, না বাইরের লোক এসেছে, তা দেখতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

বস্তুত, সোমবার রাতে রামপুরহাটে খুন হন পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। আর সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্য়েই এলাকার একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফরেনসিক টিমের প্রাথমিক অনুমান, প্রথমে কুপিয়ে খুন করে পরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের তরফে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে তদন্তের জন্য।

ওই ঘটনার পর আজ এলাকায় পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর  একটা নাগাদ সেখানে পৌঁছান তিনি। এরপর মাইক হাতে নিয়ে বলতে শুরু করেন। শুরুতেই নির্দেশ দেন, দ্রুত বগটুইয়ের তৃণমূল ব্লক সভাপতি আনারুল শেখকে গ্রেফতার করতে হবে। TV9 বাংলা প্রথম থেকেই বলে আসছিল এই ‘হত্যালীলা’র নাটের গুরু আনারুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতেই সিলমোহর দিলেন। তবে এই ঘটনার কেস ডায়েরি এমনভাবে সাজানোর নির্দেশ দিলেন, যাতে কোনও ফাঁকফোকড় না থাকে।

আরও পড়ুন: Bagtui Massacre Live Update: ‘আনারুলকে গ্রেফতার করা হোক’, বগটুইতে গিয়ে বললেন মমতা, ক্ষতিপূরণ দিলেন মুখ্যমন্ত্রী

কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
বন্ধ রেলগেটের জেরে বিপত্তি, রাস্তায় মুমূর্ষু রোগী, রেললাইনে ছাত্ররা
বন্ধ রেলগেটের জেরে বিপত্তি, রাস্তায় মুমূর্ষু রোগী, রেললাইনে ছাত্ররা
যাদবপুরে ইফতার পার্টি, শুভেন্দুদের বড় কথা, ব্রাত্য বললেন...
যাদবপুরে ইফতার পার্টি, শুভেন্দুদের বড় কথা, ব্রাত্য বললেন...
ডিভিডেন্ড, বোনাস, স্প্লিট! সব মিলিয়ে বড় খবর!
ডিভিডেন্ড, বোনাস, স্প্লিট! সব মিলিয়ে বড় খবর!
সামান্য বাড়ল নিফটি অটো, ধসে গেল নেক্সট ৫০ সূচক!
সামান্য বাড়ল নিফটি অটো, ধসে গেল নেক্সট ৫০ সূচক!
নামবেন হাসারঙ্গা? লেগ স্পিন ভীতি কাটিয়ে ঝড় তুলবেন মাসল-রাসেল!
নামবেন হাসারঙ্গা? লেগ স্পিন ভীতি কাটিয়ে ঝড় তুলবেন মাসল-রাসেল!
সল্ট পেরেছিলেন, ডিজে ব্র্যাভোর ভরসা কুড়োবেন নতুন নাইট!
সল্ট পেরেছিলেন, ডিজে ব্র্যাভোর ভরসা কুড়োবেন নতুন নাইট!