AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘ঘা হলে তাতে ওষুধ দিতে হয়…’, স্নেহাশিসদের সামনেই দল নিয়ে বিস্ফোরক মমতার মামাতো ভাই

CM Mamata Banerjee: রবিবার রামপুরহাটে রামপুরহাট বিধানসভার তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ছিল। সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়ের ছেলে নিহার অভিযোগ করেন দলের একাংশ কর্মীরা সম্মান পান না। প্রত্যেক কর্মী যদি সম্মান পেত তাহলে তাঁরা আরও বেশি লিড করতে পারতেন। কর্মীরা শুধু সম্মান চান।

Mamata Banerjee: 'ঘা হলে তাতে ওষুধ দিতে হয়...', স্নেহাশিসদের সামনেই দল নিয়ে বিস্ফোরক মমতার মামাতো ভাই
নিহার মুখোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 27, 2024 | 1:40 PM
Share

রামপুরহাট: সভা মঞ্চে তখন বসে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও ডেপুটি স্পিকার। সেই মঞ্চ থেকেই দল নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নিহার মুখোপাধ্যায়। মাইক হাতে নিয়ে দলীয় মঞ্চ থেকে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি।

রবিবার রামপুরহাটে রামপুরহাট বিধানসভার তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ছিল। সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়ের ছেলে নিহার অভিযোগ করেন দলের একাংশ কর্মীরা সম্মান পান না। প্রত্যেক কর্মী যদি সম্মান পেত তাহলে তাঁরা আরও বেশি লিড করতে পারতেন। কর্মীরা শুধু সম্মান চান।

নিহারবাবু বলেন, “গত লোকসভা নির্বাচনে যে সকল জায়গায় আমরা হেরেছি সেখানে দেখা গিয়েছে আমরা দোষ দিয়েছি যে আমাদের কর্মীরা খাটেনি। সুতরাং আমরা পরিশ্রম করেছি। খেটেছি। তবে কয়েকটা জায়গায় ভাল ফল হয়নি। কেন হয়নি নেতৃত্বকে বুঝতে হবে। এখানে পরস্পর-পরস্পরের একটা মিলের অভাব দেখা যাচ্ছে।” এমনকী উদাহরণ টেনে তিনি বলেন, “একটা জায়গায় যদি ঘা হয় তাহলে তাতে ওষুধ লাগাতে হয়। তেমনই আগে কারণ খুঁজে বের করতে হবে কেন কর্মীরা সম্মান পান না। তবেই আমরা সব জায়গায় লিড পাব।”