Dengue Death: বর্ধমানে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের
Dengue Death: মৃতের পরিবার সূত্রে খবর, গোপাল ধীবর কলকাতার শীল লেনে একটি মিষ্টির দোকানে কাজ করতেন। তবে দুর্গাপুজোর আগে জ্বর নিয়ে কলকাতায় ফেরেন তিনি। পরে রক্ত পরীক্ষা করালে তাঁর ডেঙ্গি রিপোর্ট পজ়েটিভ আসে।
বর্ধমান: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবকের। এবারের ঘটনা বর্ধমানে। জানা গিয়েছে, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ওই রোগীর। মৃতের নাম গোপাল ধীবর (৩২)। তাঁর বাড়ি বীরভূমের লাভপুর থানার মহলা গ্রামে।
মৃতের পরিবার সূত্রে খবর, গোপাল ধীবর কলকাতার শীল লেনে একটি মিষ্টির দোকানে কাজ করতেন। তবে দুর্গাপুজোর আগে জ্বর নিয়ে কলকাতায় ফেরেন তিনি। পরে রক্ত পরীক্ষা করালে তাঁর ডেঙ্গি রিপোর্ট পজ়েটিভ আসে। ১ নভেম্বর অবস্থার অবনতি হওয়ায় গোপালকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করেন তাঁর পরিবারের সদস্যরা। এরপর ১২ নভেম্বর ভোরে মৃত্যু হয় তাঁর।
সাক্ষী গোপাল ধবরের কাকা সনাতন ধীবর বলেন, “কলকাতায় চিকিৎসা করায়। ডাক্তার ওকে ওষুধ দেওয়ার পাশাপাশি রক্ত পরীক্ষা করতে বলে। কিন্তু গোপাল রক্ত পরীক্ষা করায় নি।” জেলার ডেপুটি সিএমওএইচ(২) সুবর্ণ গোস্বামী জানান, “এই মুহূর্তে জেলায় ডেঙ্গি আক্রান্তের গ্রাফ নিম্নমুখী। গোটা জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা একশোর নীচে।”