Panchayat Election: প্রার্থী ঘোষণা হওয়ার আগেই বীরভূমে জমা পড়ল তৃণমূলের প্রথম মনোনয়ন

Panchayat Election: দলের নির্দেশেই এই মনোনয়ন জমা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Panchayat Election: প্রার্থী ঘোষণা হওয়ার আগেই বীরভূমে জমা পড়ল তৃণমূলের প্রথম মনোনয়ন
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2023 | 12:27 AM

বীরভূম : প্রার্থী ঘোষণা না হলেও দলের নির্দেশে জেলায় প্রথম মনোনয়নপত্র জমা দিল তৃণমূল। বীরভূম জেলা পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা পড়ল তৃণমূলের। জেলা পরিষদের সিউড়ি-২ ব্লকের একটি আসনে সোমবার মনোনয়ন জমা দেন তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম। তিনি জানিয়েছেন দলের নির্দেশেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি।

গত সপ্তাহের শুক্রবার থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যে। তবে অনুব্রত মণ্ডলের জেলা তথা বীরভূমে এখনও পর্যন্ত একটিও মনোনয়ন জমা পড়েনি। সোমবার মনোনয়ন জমা দেওয়ার পর নুরুল ইসলাম বলেন, “দলীয় নির্দেশের ভিত্তিতেই আমি মনোনয়ন পেশ করেছি।” একই সঙ্গে তিনি বলেন, “আমরা বলেছি, সবাই স্বাধীনভাবে মনোনয়ন পেশ করুক। লড়াই হওয়া জরুরি।” বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার আশা করছেন না তিনি। আর জয়ের ব্যাপারে তিনি ১০০ শতাংশেরও বেশি আত্মবিশ্বাসী।

ব্লক সভাপতি আরও জানিয়েছেন, দলীয়ে নির্দেশের অপেক্ষায় আছেন বলেই শাসক দলের অনেকে এখনও মনোনয়ন পেশ করেনি। তিনি বলেন, “বিরোধীরা কেন মনোনয়ন পেশ করছে না, তা আমার পক্ষে বলা সম্ভব নয়।”

উল্লেখ্য, রাজ্যের একাধিক জেলায় মনোনয়ন নিয়ে অভিযোগ তুলছেন বিরোধীরা।বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগও উঠে এসেছে। আর এসবের মধ্যেই রাজ্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, কোনও প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করলে, কেন তা প্রত্যাহার করা হচ্ছে… সেই কারণ উল্লেখ করতে হবে। এজেন্টকে সশরীরে উপস্থিত থেকে পঞ্চায়েত রিটার্নিং অফিসারকে কারণ জানাতে হবে। যদি রিটার্নিং অফিসার সেই কারণে সন্তুষ্ট হন, তাহলেই মনোনয়ন প্রত্যাহারের নোটিস গৃহীত হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।