Train: ট্রেন থেকে পরপর পড়ে মৃত্যু দুজনের, বীরভূমে ভয়াবহ দুর্ঘটনা
Train: রেল পুলিশ সূত্রে খবর, ট্রেনের দরজায় বসে থাকাকালীন হঠাৎই পড়ে যান তাঁরা। প্রথমে একজন পড়ে যাওয়ার কিছুক্ষণ পর আবার একজন পড়ে যায় ট্রেন থেকে।

সাঁইথিয়া: মুম্বইয়ের পর এবার বাংলা! ট্রেন থেকে পড়ে মৃত্যু দুজনের। দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। আচমকাই পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একসঙ্গে নয়, পরপর পড়ে যান ওই দুই যাত্রী। কয়েক মিনিটের তফাতে ওই ঘটনা ঘটে। রেলের তরফে জানানো হয়েছে, দুজনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। বীরভূমের ঘটনা।
বুধবার দুপুরে নওগাঁও এক্সপ্রেস থেকে পড়ে যান দুই যাত্রী। ট্রেনটি তামব্রম থেকে শিলচরের দিকে যাচ্ছিল। বীরভূমের সিউড়ি ও সাঁইথিয়া রেল স্টেশনের মধ্যবর্তী এলাকায় মাঠপলসার কাছে দুর্ঘটনাটি ঘটে।
রেল পুলিশ সূত্রে খবর, ট্রেনের দরজায় বসে থাকাকালীন হঠাৎই পড়ে যান তাঁরা। প্রথমে একজন পড়ে যাওয়ার কিছুক্ষণ পর আবার একজন পড়ে যায় ট্রেন থেকে। মৃতদেহগুলি উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
কয়েকদিন আগেই মুম্বইতে লোকাল ট্রেন থেকে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। প্রবল ভিড়ে ধাক্কাধাক্কি শুরু হয়। ভিড়ের চাপেই ট্রেনের গেট থেকে ঝোলা যাত্রীরা পরপর কয়েকজন রেললাইনে পড়ে যান। ওই সময়ই পুষ্পক এক্সপ্রেস পাশের লাইন দিয়ে যাচ্ছিল। সেই ট্রেনের নীচে কাটা পড়ে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়।





