Tarapith Temple: রাজ্যে আংশিক লকডাউন হলেও এখনই বন্ধ হচ্ছে না তারাপীঠ মন্দির!
Birbhum: তবে খুব শীঘ্রই বৈঠক করে জানানো হবে কবে বন্ধ করা হবে।
বীরভূম: ফের দাপাদাপি বেড়েছে করোনার। নতুন বছরের শুরুতেই ঘোষণা হয়েছে আংশিক লকডাউনের। বিগত কয়েকদিন ধরে মাস্ক ছাড়াই যেভাবে বাঙালিকে উৎসবের আমেজে ভাসতে দেখা গিয়েছে তার ফলস্বরূপ যে করোনার বাড়বাড়ন্ত হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে তৃতীয় ঢেউ মোকাবিলায় রবিবারই বিধিনিষেধের নয়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। ৩ জানুয়ারি থেকে সেগুলি কার্যকর হবে। তবে এখনই বন্ধ করা হচ্ছে না তারাপীঠ মন্দির। সেবায়ত সংঘ খুব শীঘ্রই বৈঠক করে সিদ্ধান্ত নেবে কবে থেকে মন্দির বন্ধ রাখা হবে।
আজ সাংবাদিক বৈঠক করেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। তিনি জানান, “সবে মাত্রই খবর মিলেছে যে রাজ্যে জারি হচ্ছে লকডাউন। সেই কারণে এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে আমরা দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেব যে আমরা কী করব। তারাপীঠে যেহেতু অনেক বাইরের পর্যটক আসেন সেই কারণে আমরা মিটিংয়ে বসেই সিদ্ধান্ত নেব।” পাশাপাশি তিনি আরও বলেন, “আমরা স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনেই কাজ করেছি। করোনা প্রটোকল মেনেই চলছি। বছরের প্রথমদিন আমরা সবটা মেনে চলেছি। যারা মাস্ক ছাড়া মন্দিরে যাচ্ছিলেন তাঁদের মাস্ক পরানোর সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি মন্দির চত্বর স্যানিটাইজ় করা হচ্ছে। গেটে অতিরিক্ত নিরাপত্তরক্ষী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি মাইকিং করতেও অনুরোধ করা হয়েছে।”
প্রসঙ্গত, রবিবার নবান্নের তরফে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ট্রেন চলাচলে রাশ টানা। সোমবার থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত লোকাল ট্রেন চলাচল করবে। আর ট্রেন চালানো হবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। একই সঙ্গে সোমবার ৩ জানুয়ারি থেকে ফের বন্ধ হচ্ছে স্কুল-কলেজের দরজা।
সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার বন্ধ থাকবে ৩ জানুয়ারি থেকে। ট্যুরিস্ট স্পট বন্ধ থাকছে ফের। তবে শপিং মল, মার্কেট কমপ্লেক্স খোলা থাকবে ৫০ শতাংশ মানুষ নিয়ে। রাত দশটার পর বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল। দোকানে বাজারে বেরলে মুখে মাস্ক থাকতেই হবে। না হলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট বাজার কর্তৃপক্ষেরও। রাত্রিকালীন বিধিনিষেধ জারি হবে রাত ১০টা থেকে, চলবে পরদিন ভোর ৫টা পর্যন্ত।
তবে বন্ধ হচ্ছে না দুয়ারে সরকার কর্মসূচি। আগামী ১ ফেব্রুয়ারি থেকে চালু হবে এই নিয়ম। শনিবারই ঘোষণা করা হয়েছিল, জানুয়ারিতে স্থগিত থাকছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। যে কর্মসূচি রবিবার ২ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। স্বভাবতই দুয়ারে সরকার স্থগিত হওয়ায় বিভিন্ন প্রশ্ন উঠছিল নানা মহলে।
আরও পড়ুন: Darjeeling: নিমেষে শুনশান দার্জিলিং! ঘরে ফেরার তাড়ায় উচাটন পর্যটকেরা, মওকা বুঝে বাড়ছে গাড়িভাড়া