Birbhum: সামনেই ভোট! দলের ভিতরের ঝগড়া মেটাতে বৈঠক বসল বীরভূমের TMC নেতৃত্ব
Birbhum: তৃণমূল সূত্রে খবর, কোর কমিটিতে ঠিক করা হয়েছে যে কোনও প্রকারে মেটাতে হবে গোষ্ঠী কোন্দল। লোকসভা ভোটের আগে যাতে দলের ভাবমূর্তি নষ্ট না হয় সেইদিকে নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী কোন্দল মেটাতে শনিবার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্বের সাথে।

সিউড়ি: একবার নয়। একাধিকবার। দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বারবার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের মধ্যে সকলকে মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছেন তিনি। আর নেত্রীর নির্দেশ পেতেই গোষ্ঠী কোন্দল এড়াতে তড়িঘড়ি বৈঠকে বসল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। অনুব্রতহীন বীরভূমে বারংবারং অভিযোগ উঠছিল শাসক দলের গোষ্ঠীদ্বদ্বের। লোকসভা ভোটের আগে তা যাতে অন্তত পক্ষে ছাই চাপা দেওয়া যায় তা নিশ্চিত করতেই এ দিনের বৈঠক বলে মনে করা হচ্ছে।
তৃণমূল সূত্রে খবর, কোর কমিটিতে ঠিক করা হয়েছে যে কোনও প্রকারে মেটাতে হবে গোষ্ঠী কোন্দল। লোকসভা ভোটের আগে যাতে দলের ভাবমূর্তি নষ্ট না হয় সেইদিকে নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী কোন্দল মেটাতে শনিবার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্বের সাথে।
এ দিনের বৈঠকে উপস্থিত রয়েছেন, বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়,বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল,সিউড়ির বিধায়কসহ জেলা নেতৃত্ব। বৈঠক শেষে বিকাশ রায়চৌধুরী ও শতাব্দী রায় যদিও জানিয়েছেন, এখানে কোনও গোষ্ঠী কোন্দল ছিল না। কিছু সমস্যা ছিল। তা মিটে গিয়েছে। আগামী ২ জানুয়ারি খয়রাশোলে প্রায় পঞ্চাশ হাজারের মানুষের উপস্থিতিতে জনসভা হবে। তাও দাবি করেছেন তাঁরা।
