Rampurhat Murder: রক্তাক্ত বীরভূম! অনুব্রত গড়ে ‘খুন’ তৃণমূলের উপপ্রধান
Rampurhat: বোমা ছুঁড়ে তৃণমূল কংগ্রেসের উপ-প্রধানকে খুন করার অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে । নিহত উপ-প্রধানের নাম ভাদু সেখ । তিনি বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ছিলেন।
রামপুরহাট : ফের রক্তাক্ত বীরভূম (Birbhum)। বোমাবাজিতে খুন তৃণমূলের উপপ্রধান। সোমবার ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে (Rampurhat)। বোমা ছুঁড়ে তৃণমূল কংগ্রেসের উপ-প্রধানকে খুন ( TMC Leader Murder) করার অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে । নিহত উপ-প্রধানের নাম ভাদু সেখ । তিনি বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ছিলেন। তার বাড়ি বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট বগটুই মোড়ের কাছে তিনি বসে ছিলেন। সেই সময়েই তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা।
রক্তাক্ত অবস্থায় উপপ্রধানকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই রামপুরহাট থানার পুলিশ এলাকায় টহলদারি শুরু করেছে। এলাকা কার্যত থমথমে হয়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। জানা গিয়েছে, বাড়ির কাছেই তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের উপর হামলা হয়।
তিনি যখন জাতীয় সড়কের ধারে বসেছিলেন, সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কে বা কারা তাঁর উপর হামলা করেছে, কী কারণে তাঁর উপর হামলা হয়েছে, সেই সব কিছুই এখনও স্পষ্ট নয়। ঘটনার পিছনে রাজনৈতিক কারণ, নাকি অন্য কোনও কারণ রয়েছে এর নেপথ্যে,সেই সব খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ।
উল্লেখ্য, কিছুদিন আগেই পানিহাটিতে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল। ওই একই দিনে গুলি করা হয়েছিল ঝালদার এক কংগ্রেস কাউন্সিলরকে। সম্প্রতি দ্য কাশ্মীর ফাইলস দেখে ফেরার পথে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছিল। সাংসদ নিজে অক্ষত থাকলেও তাঁর গাড়ির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর এবার ফের বোমাবাজিতে খুন তৃণমূল কংগ্রেসে উপপ্রধান। রাজ্যে একের পর এক রাজনৈতিক নেতা তথা জনপ্রতিনিধিদের উপর হামলার ঘটনায় বার বার প্রশ্ন উঠে যাচ্ছে, রাজ্য়ের আইন শৃঙ্খলা নিয়ে। এরপর রাজ্য়ের আম জনতার নিরাপত্তা কীভাবে থাকবে? প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই।
আরও পড়ুন : TMC infights in Kolkata: বাবুলের প্রচারে বেআব্রু গোষ্ঠীদ্বন্দ্ব! তৃণমূলের কর্মিসভায় রক্তারক্তি