Bomb recovered in Birbhum: ভোট মিটলেও অশান্তি অব্যাহত, কাটছে না আতঙ্ক, ফের প্রচুর তাজা বোমা উদ্ধার বীরভূমে

হিমাদ্রী মণ্ডল | Edited By: জয়দীপ দাস

May 18, 2024 | 2:19 PM

Bomb recovered in Birbhum: প্রসঙ্গত, গত ১৩ মে চতুর্থ দফায় বীরভূম লোকসভা কেন্দ্রের নির্বাচন হয়ে গিয়েছে। আগামী ৪ জুন ফলাফল ঘোষণা হবে। সাধারণ মানুষের প্রশ্ন, ভোটের আগেও উদ্ধার হয়েছে, এবার ভোটের পরে। কারা করছে এই সব? কী করছে প্রশাসন?

Follow Us

বীরভূম: ফের বোমা উদ্ধার। ভোটের মধ্যেই বীরভূম যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে। ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হল বীরভূমের মাড়গ্রামে। একটি নির্মীয়মান বাড়ির সিঁড়ির নীচে বোমা ভর্তি ব্যাগ দেখতে পান স্থানীয়রা। ঘটনাস্থলে আসে সিআইডি-র বোম্ব স্কোয়াড। কারা, কী উদ্দেশ্যে বোমা মজুত করেছিল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 

মাড়গ্রামের রাহাতখাঁ পাড়ায় রয়েছে এই নির্মীয়মান বাড়ি। সেখানেই বোমা দেখতে পাওয়ার পর স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকা। প্রসঙ্গত, নির্বাচনের আগেও এই মাড়গ্রাম থেকে উদ্ধার হয়েছিল ব্যাগ ভর্তি বোমা। এবার নির্বাচনের পর ফের তাজা বোমা উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ইতিমধ্যেই গোটা জায়গা ঘিরে ফেলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।  

প্রসঙ্গত, গত ১৩ মে চতুর্থ দফায় বীরভূম লোকসভা কেন্দ্রের নির্বাচন হয়ে গিয়েছে। আগামী ৪ জুন ফলাফল ঘোষণা হবে। সাধারণ মানুষের প্রশ্ন, ভোটের আগেও উদ্ধার হয়েছে, এবার ভোটের পরে। কারা করছে এই সব? কী করছে প্রশাসন? 

এদিকে আবার মালদহের কালিয়াচকে বোমা বিস্ফোরণের ছবি দেখা গিয়েছে। সূত্রের খবর, একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক ২ জার বোমা মজুত ছিল। সেগুলি ফেটেই বিপত্তি। ঘটনাস্থলে যায় পুলিশ, বোম্ব স্কোয়াড।

বীরভূম: ফের বোমা উদ্ধার। ভোটের মধ্যেই বীরভূম যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে। ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হল বীরভূমের মাড়গ্রামে। একটি নির্মীয়মান বাড়ির সিঁড়ির নীচে বোমা ভর্তি ব্যাগ দেখতে পান স্থানীয়রা। ঘটনাস্থলে আসে সিআইডি-র বোম্ব স্কোয়াড। কারা, কী উদ্দেশ্যে বোমা মজুত করেছিল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 

মাড়গ্রামের রাহাতখাঁ পাড়ায় রয়েছে এই নির্মীয়মান বাড়ি। সেখানেই বোমা দেখতে পাওয়ার পর স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকা। প্রসঙ্গত, নির্বাচনের আগেও এই মাড়গ্রাম থেকে উদ্ধার হয়েছিল ব্যাগ ভর্তি বোমা। এবার নির্বাচনের পর ফের তাজা বোমা উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ইতিমধ্যেই গোটা জায়গা ঘিরে ফেলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।  

প্রসঙ্গত, গত ১৩ মে চতুর্থ দফায় বীরভূম লোকসভা কেন্দ্রের নির্বাচন হয়ে গিয়েছে। আগামী ৪ জুন ফলাফল ঘোষণা হবে। সাধারণ মানুষের প্রশ্ন, ভোটের আগেও উদ্ধার হয়েছে, এবার ভোটের পরে। কারা করছে এই সব? কী করছে প্রশাসন? 

এদিকে আবার মালদহের কালিয়াচকে বোমা বিস্ফোরণের ছবি দেখা গিয়েছে। সূত্রের খবর, একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক ২ জার বোমা মজুত ছিল। সেগুলি ফেটেই বিপত্তি। ঘটনাস্থলে যায় পুলিশ, বোম্ব স্কোয়াড।

Next Article