‘দলের নেতারা দেখেনি’, সুর বদলে ঘরে ফিরল ৮টি বিজেপি পরিবার, সৌজন্যে তৃণমূল নেতৃত্ব

ঘরে ফিরতে পেরে খুশি সরোজ বাউড়ি, মনোজ ঘোষরা। রবিবার, খোদ তাঁদের স্বাগত জানান তৃণমূল ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্থানীয় অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, কাঞ্চন দাস সহ অন্যান্য তৃণমূল নেতারা। সুজিতবাবু এদিন নিজে হাতে বিজেপি কর্মীদের মিষ্টি খাওয়ান।

'দলের নেতারা দেখেনি', সুর বদলে ঘরে ফিরল ৮টি বিজেপি পরিবার, সৌজন্যে তৃণমূল নেতৃত্ব
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jun 06, 2021 | 8:33 PM

পশ্চিম বর্ধমান: বঙ্গ ভোট মিটলেও জারি সন্ত্রাস (Post Poll Violence)। শাসক শিবিরের লাগামছাড়া সন্ত্রাসের কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা এমন অভিযোগ করেছিলেন পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। ভোট পরবর্তী সন্ত্রাসের হাত থেকে বাঁচতেই ক্রমে কোণঠাসা হয়ে পড়ছে বিজেপি এমন অভিযোগও নতুন নয়। কিন্তু রবিবার, দুর্গাপুরের তৃণমূল (TMC) নেতৃত্বের হাত ধরে গ্রামে ফেরার পর সম্পূর্ণ অন্য সুর শোনা গেল বিজেপি (BJP) কর্মী সমর্থকদের গলায়।

বিজেপি (BJP) কর্মী সরোজ বাউরি, মনোজ ঘোষরা জানান, সন্ত্রাসের কারণে নয়, নিজেরাই ভয়ে গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন তাঁরা। ঘরে ফেরা বিজেপি নেতা সরোজ বাউরি বলেন, “ভোটের ফলাফল জানার পর আমরা ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম, আমাদের হয়ত প্রাণে মেরে দেওয়া হবে। ভয়েই আমরা আটটি পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে যাই। পরে, দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু কেউ কোনও সাহায্য করেননি। কিন্তু, তৃণমূলের ব্লক সভাপতি ব্যক্তিগত ভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করেন ও ঘরে ফিরিয়ে আনেন। ওঁ প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকটাও খেয়াল রাখা হবে।” পাশাপাশি, তৃণমূলের (TMC) ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় বলেন, “আমরা খবর পাই ভোটের ফলাফল ঘোষণার পর ভয়ে বাড়ি ছেড়ে চলে যান বিজেপি কর্মীরা। তারপর, ওঁরা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেন। তারপরেই আমরা উদ্যোগ নিই, যাঁরা বাইরে রয়েছেন, তাঁদের বাড়ি ফেরানো হবে। সরোজ বাউড়ি, মনোজ ঘোষ-সহ অনেকেই বাড়ি ফিরতে পেরেছেন। গতকালও প্রায় সত্তরটি পরিবারকে আমরা বাড়ি ফেরাতে সমর্থ হয়েছি। ওঁরা ভয়ে ছিলেন, নিজেদের নিরাপত্তা নিয়ে,কিন্তু আমরা সে বিষয়ে ওঁদের আশ্বস্ত করেছি। তৃণমূল কোনও হিংসার রাজনীতি করে না।”

ঘরে ফিরতে পেরে খুশি সরোজ বাউড়ি, মনোজ ঘোষরা। রবিবার, খোদ তাঁদের স্বাগত জানান তৃণমূল ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্থানীয় অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, কাঞ্চন দাস সহ অন্যান্য তৃণমূল নেতারা। সুজিতবাবু এদিন নিজে হাতে বিজেপি কর্মীদের মিষ্টি খাওয়ান। তৃণমূল নেতাদের সহযোগিতায় ঘরে ফিরতে পেরেছেন সরোজরা। দলবদল করবেন কি না এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সরোজবাবু জানান, আপাতত কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার চিন্তাভাবনা নেই। তবে তৃণমূল সুযোগ দিলে অবশ্য়ই তৃণমূলে যোগ দেবেন। শুধু তাই নয়, পদ্ম শিবিরের সঙ্গেও তাঁদের সব যোগাযোগ ছিন্ন করবেন বলেই জানিয়েছেন সরোজ ও মনোজ। তবে, সরোজদের তৃণমূলে যোগদান প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেয়নি শাসক শিবির।

আরও পড়ুন: ‘দিলীপ ঘোষের মন্তব্যই সন্ত্রাসের কারণ’, খেদ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির, সমর্থন ঘাসফুলের