Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মেয়ে-বউকে নিয়ে শুয়ে ছিলাম, মাঝরাতে ওরা ঘরে বোমা ছুড়ল’, কাঁপতে কাঁপতে বললেন তৃণমূল কর্মী

যদিও, বোমাবাজির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। স্থানীয় বিজেপি নেতার দাবি, এই ঘটনায় বিজেপির কোনও কর্মী যুক্ত নয়। জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে।

'মেয়ে-বউকে নিয়ে শুয়ে ছিলাম, মাঝরাতে ওরা ঘরে বোমা ছুড়ল', কাঁপতে কাঁপতে বললেন তৃণমূল কর্মী
আক্রান্ত তৃণমূল নেতা, নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jun 19, 2021 | 6:27 PM

মালদা: ভোটের পরেও জারি সন্ত্রাস। রতুয়ার চাঁদমণিতে এক তৃণমূল কর্মীর (TMC) বাড়িতে ব্যাপত বোমাবাজির অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমাবাজিতে আহত ৩জন।

তৃণমূলের অভিযোগ, নির্বাচনে পরাজয়ের পর থেকে বিজেপি (BJP) সন্ত্রাসের রাজনীতি করছে। আক্রান্ত তৃণমূল কর্মীকে বিজেপির তরফ থেকে দলে যোগ দেওয়ার জন্য জোর করা হয়। কিন্তু ওই কর্মী তা অস্বীকার করলে তাঁর বাড়িতে বোমাবাজি করা হয়। মঙ্গলবার গভীর রাতে এই বোমাবাজির জেরে গুরুতর জখম হন ওই কর্মী, তাঁর স্ত্রী ও নাবালিকা কন্যা। বোমাবাজির শব্দে ছুটে আসেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে মালাদা মেডিক্য়াল কলেজে ভর্তি করা হয়।

বুধবার, আক্রান্ত তৃণমূল কর্মী (TMC) আনিসুর রহমান যন্ত্রণায় কাঁপতে কাঁপতে বলেন, “কালরাতে মেয়ে বউকে নিয়ে ঘরে শুয়ে ছিলাম। আচমকা বোমা ছোড়ে ওরা। আমার মেয়েটাও আঘাত পেয়েছে। আমার পায়ে লেগেছে। বউয়ের অবস্থা ভাল নয়।  বিজেপি নেতা নূর আয়েস অনেকদিন ধরেই আমাদের উপর চাপ দিচ্ছিল তৃণমূল ছেড়ে বিজেপি করার জন্য। আমি যেতে চাইনি বলে ওর সঙ্গীরা এই হামলা করেছে।” যদিও, বোমাবাজির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। স্থানীয় বিজেপি নেতার দাবি, এই ঘটনায় বিজেপির কোনও কর্মী যুক্ত নয়। জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন:  ‘যাঁরা বেসুরো গাইছেন, তাড়াতাড়ি বিদায় নিন’, লকেটের নিশানায় ‘দলবদলুরা’