AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বোমার আঘাতে হাত উড়ে গেল যুবকের, কুপিয়ে মারা হল কাকিমাকে, মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদে

বিস্ফোরণে সুজনের ডান কাঁধ থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। সুজনের মৃতদেহ দেখে তাঁর কাকিমা মলিনা বিবি এগিয়ে এলে তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

বোমার আঘাতে হাত উড়ে গেল যুবকের, কুপিয়ে মারা হল কাকিমাকে, মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদে
নিজস্ব চিত্র
| Updated on: Apr 06, 2021 | 10:34 PM
Share

মুর্শিদাবাদ: পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে প্রথমে দুই পরিবারে সংঘর্ষ, শেষে তা গড়াল বোমাবাজিতে। চাঞ্চল্যকর ঘটনার জেরে প্রথমে মৃত্যু হল এক যুবকের। এই অবস্থায় ছুটে আসেন তাঁর কাকিমা। তখন কুপিয়ে হত্যা করা হয় তাঁকেও। মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রানিনগরের চর বাসগাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে জোড়া মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম মলিনা বিবি। বোমার আঘাতে যে যুবকের মৃত্যু হয় তাঁর নাম সুজন শেখ। পারিবারিক বিবাদের ঘটনার সূত্রপাত অবশ্য কয়েকদিন আগেই। অভিযোগ, দিনকয়েক আগে পুকুরের মাটি কাটা নিয়ে বচসা ও সংঘর্ষ হয় সুজনদের পরিবারের সঙ্গে বজলুর শেখ এবং আইনাল শেখের পরিবারের। এই ঘটনায় সুজনের পরিবারের লোকজন গুরুতর আহত হলে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার প্রেক্ষিতে বজরুল এবং আইনালের সাঙ্গোপাঙ্গদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সুজনের পরিবার। অভিযুক্তদের মধ্যে একজনকে পুলিশ আটক করতেই ক্ষোভে ফুঁসতে শুরু করে বজরুল এবং আইনাল।

আরও পড়ুন: ‘তৃণমূল খেলতে নেমে ফাউল করছে, বিজেপির জয় সুনিশ্চিত’

সেই ক্ষোভের থেকেই মঙ্গলবার সন্ধ্যায় সুজনকে লক্ষ করে বজলুর সেখ-সহ আইনাল শেখরা বোমার শেল ছোড়ে বলে অভিযোগ। বিস্ফোরণে সুজনের ডান কাঁধ থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। সুজনের মৃতদেহ দেখে তাঁর কাকিমা মলিনা বিবি এগিয়ে এলে তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। তারপরেই এলাকা ছেড়ে পালায় অভিযুক্তরা। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। ঘটনায় শোকাহত পরিবার দোষীদের শাস্তির দাবী জানিয়েছে।

আরও পড়ুন: কয়লাকাণ্ডে স্বস্তি লালার! এখনই গ্রেফতারি নয়, রক্ষাকবচ বাড়াল সুপ্রিম কোর্ট