কোচবিহার: অচেনা নম্বর থেকে উদয়ন গুহকে গালিগালাজের অভিযোগ। দিনহাটা থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করল পুলিশ। মুর্শিদাবাদের ফরাক্কা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের মাঝেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। উদয়ন গুহ বলেন, বুধবার রাতে ফোনটি এসেছিল।
উদয়নের কথায়, “বুধবার রাত ১০টা ৪১। আমি তখন প্রচার করে ফিরছি। সেই সময় আমার মোবাইলে একটা অচেনা নম্বর থেকে ফোন আসে। আমি সবসময়ই ফোন রিসিভ করি। ফোনটা ধরার সঙ্গে সঙ্গে বলছে ‘কে বলছেন’? আমি বললাম ফোনটা করলেন আপনি, আর আমি বলব কে বলছি?”
তখনই নোংরা নোংরা কথা বলা শুরু করে। উদয়ন গুহ বলেন, “বলছে ‘শালা উদয়ন গুহ’। বলে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করে। বলছে ‘দিনহাটায় গিয়ে তোকে খুন করা হবে। কোন বাবা তোকে আটকায় দেখি’। আমি বাড়িতে ফিরেই পুলিশকে জানিয়েছি। পুলিশের কাছ থেকে যা খবর পেয়েছি, ফরাক্কায় তাকে ধরেছে। আজ সকালে দিনহাটা থানায় এফআইআর করেছি।” মুখ্যমন্ত্রী জেলাসফরের মাঝেই মন্ত্রীকে এভাবে হুমকি দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়।