Mamata banerjee on SIR: ভোটার লিস্টে নামের বানান ভুল আসায় আত্মহত্যার চেষ্টা, উদয়নকে দ্রুত দেখতে যাওয়ার নির্দেশ মমতার

Coochbehar: জানা যাচ্ছে, কোচবিহারের দিনহাটায় থাকেন ওই ব্যক্তি। তিনিও আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জানা যাচ্ছে, ওই ব্যক্তির নামের বানান ২০০২ -এর তালিকার সঙ্গে ২০২৫ এর তালিকার গড়মিল রয়েছে। একটি অক্ষর নেই। তার জেরেই তৈরি হয়েছিল আতঙ্ক।

Mamata banerjee on SIR: ভোটার লিস্টে নামের বানান ভুল আসায় আত্মহত্যার চেষ্টা, উদয়নকে দ্রুত দেখতে যাওয়ার নির্দেশ মমতার
কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?Image Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 29, 2025 | 5:24 PM

কলকাতা: SIR ঘোষণার পর থেকেই রাজ্যে একের পর এক ঘটনা প্রকাশ্যে আসছে। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় বিষ খেয়ে আত্মহত্যা করেছেন প্রদীপ কর নামে এক ব্যক্তি। অভিযোগ, NRC আতঙ্কে এই মর্মান্তিক পথ বেছে নিয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উত্তরবঙ্গ থেকেও বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা একজনের। আজ বিষয়টি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, কোচবিহারের দিনহাটায় থাকেন ওই ব্যক্তি। তিনিও আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জানা যাচ্ছে, ওই ব্যক্তির নামের বানান ২০০২ -এর তালিকার সঙ্গে ২০২৫ এর তালিকার গড়মিল রয়েছে। একটি অক্ষর নেই। তার জেরেই তৈরি হয়েছিল আতঙ্ক। পরিবারের দাবি অন্তত তেমনটাই। জানা যায়, আজ ওই ব্যক্তি নামাজও পড়তে যাননি। এলাকাবাসীর দাবি, তিনিও SIR আতঙ্কে এই কাজ করেছেন। হাসপাতালের বেড়ে শুয়ে ওই ব্যক্তি বলেন, “আমার ভোটার লিস্টে নামের বানান ভুল এসেছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। জানি না তো কিছু। ভেবেছি এর থেকে মরে যাওয়া ভাল।”

আজ ভার্চুয়ালি গোটা রাজ্যের একাধিক জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই সময় দিনহাটার পুজো উদ্বোধন করার আগেই তিনি সেখানকার বিধায়ক উদয়ন গুহকে নির্দেশ দেন। বলেন, “দিনহাটায় একজন বিষ খেয়েছে। আমি জানতে পেরেছি। তুমি ফিরে গিয়ে ওঁর বাড়ি যাবে।”

প্রসঙ্গত, এ দিকে, আজ আবার আগরপাড়ায় মৃত প্রদীপ করের বাড়ি গিয়ে জাস্টিস ফর প্রদীপ কর বলে সুর চড়ান তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার লোকজনের উদ্দেশে বার্তা দেন, “SIR শুরুর পর থেকে আমি রাস্তায় থাকব, আপনারা ভয় পাবেন না।”