
কোচবিহার: একের পর এক বিজেপি বিধায়কের উপর হামলার অভিযোগ। তারই প্রতিবাদে ৫ অগস্ট আন্দোলেনর ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ৫ অগস্ট ৬৫ জন বিধায়ককে সঙ্গে নিয়ে জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে স্মারকলিপি দিতে চলেছেন পদ্ম নেতারা। এবার ঠিক একইদিনে বড় কর্মসূচির ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তা নিয়েই জোরদার চাপানউতোর জেলার রাজনৈতিক মহলে।
সম্প্রতি মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মণের উপর হামলার অভিযোগ উঠেছিল। ভাঙচুর করা হয় তার গাড়ি। তা নিয়েও বিস্তর চাপানউতোর হয়। এরইমধ্যে আবার শীতলকুচির বিধায়ক বরেণ বর্মণের উপর হামলার অভিযোগ ওঠে। পাশাপাশি কোচবিহার দক্ষিণের বিধায়র নিখিল রঞ্জন দে-র উপরেও হমালার অভিযোগ ওঠে। সব মিলিয়ে এই ইস্যুতে বিগত কয়েকদিন ধরে সরগরম থেকেছে উত্তরের রাজনৈতিক আঙিনা। এই ইস্যুতেই ৫ অগস্ট জেলাওয়াড়ি আন্দোলনের পথে নামছে বিজেপি। এরইমধ্যে এবার বড় ঘোষণা ঘাসফুল শিবিরেরও।
ওই একই দিনে প্রায় ১৯টি সভা ও কর্মসূচি করবে তৃণমূল কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠক করে এই বিষয়টি স্পষ্ট করলেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। কোচবিহার শহরের বাইরেও জেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি চলবে বলেও জানান তিনি। এখন দেখার ৫ অগস্ট কতটা রাজনৈতিক উত্তাপ বাড়ে জেলাজুড়ে।