Coochbehar Bomb Recover: চাষের জমিতে পড়ে বোমা, কোচবিহারে চাঞ্চল্য
Coochbehar: ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মহিষকুচি দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের টাকোয়ামারি এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।
তুফানগঞ্জ: নিত্যদিনের মতো চাষের জমিতে কাজে গিয়েছিলেন কৃষকরা। জমির দিকে তাকাতেই আঁতকে ওঠার জোগাড়। কারণ চাষের জমিতে পড়ে দু’টি তাজা বোমা। সেই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য কোচবিহারে।
ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মহিষকুচি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের টাকোয়ামারি এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।
দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। কী চাষের জমিতে বোমা এল তাই নিয়ে উঠেছে প্রশ্ন । চাষের জমিতে গিয়ে বোমা দেখতে পান স্থানীয় গ্রামবাসী। তারাই খবর দেন পুলিশকে। স্থানীয় বাসিন্দা নরেশ সরকার বলেন, “আমি নিজের চোখে দেখিনি। শুনেছি বোমা রয়েছে। আজ সকালে চাষিরা কাজে গিয়েছিলেন। সেই সময় দেখেন চাষের জমিতে পড়ে রয়েছে বোমা। ওরা চিৎকার করে। পুলিশ-বোম স্কোয়াড সবাই এসেছে।”
প্রসঙ্গত, রাজ্যে বোমা উদ্ধারের ঘটনা নতুন নয়। পুজোর পরপরই মালদহ, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বোমা উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। জখমও হয়েছেন অনেকে। তারপরও লাগাতার বোমা উদ্ধারের ঘটনা ঘটে চলেছে বিভিন্ন জায়গা থেকে।