
দিনহাটা: পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেছে বুথ লেভেল অফিসাররা(BLO)। কিন্তু, এদিন এনুমারেশন ফর্ম নিতে অস্বীকার করলেন কোচবিহারের দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুর কুঠির বাসিন্দারা। বিএলও-কে ফিরিয়ে দিলেন তাঁরা। কেন এই ফর্ম নিলেন না, তার কারণও জানালেন ছিটমহলের বাসিন্দারা।
কেন ফর্ম নিলেন না সাবেক ছিটমহল পোয়াতুর কুঠির বাসিন্দারা? তাঁদের বক্তব্য, ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ঐতিহাসিক ছিটমহল বিনিময় চুক্তি হয়। সেই অনুযায়ী ছিটমহলবাসীরা ভারতের নাগরিকত্ব পেয়েছেন ২০১৫ সালে। অথচ SIR-এর নিয়ম অনুযায়ী, ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা আবশ্যক। আর এখানেই দেখা দিয়েছে সমস্যা। কারণ, নির্বাচন কমিশন এখনও ছিটমহলবাসীদের বিষয়টি নিয়ে স্পষ্ট কোনও নির্দেশিকা জারি করেনি।
এদিন দিনহাটা বিধানসভার ১২৮ এবং ১২৯ নম্বর বুথের বিএলও SIR-র এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি গেলে স্থানীয় বাসিন্দারা তা নিতে অস্বীকার করেন। বাসিন্দাদের দাবি, তাঁরা ভারতের নাগরিকত্ব পেয়েছেন ২০১৫ সালে। অথচ নির্বাচন কমিশনের সেই ফর্মে তথ্য দিতে হবে ২০০২ সালের। এই তথ্য তাঁরা কোথায় পাবেন? তাঁদের বক্তব্য, নির্বাচন কমিশন এর সুরাহা না করা পর্যন্ত তাঁরা এই ফর্ম গ্রহণ করবেন না।
দীর্ঘক্ষণ বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করেন বিএলও বিপুল মোদক। কিন্তু, কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে সেখান থেকে ফিরে আসেন সংশ্লিষ্ট বুথের বিএলও। তিনি জানান, ছিটমহলবাসীর সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।