Cooch Behar: আড়াই বছরের শিশুকন্যাকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা মায়ের!
Cooch Behar: ওই মহিলা দুই ছেলে, এক মেয়ে। বৃহস্পতিবার ওই মহিলাকে ঘরে ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস লাগাতে যাওয়ার সময়ে দেখতে পান প্রতিবেশীরা। তাঁকে বাঁচাতে গিয়ে ঘরে ঢোকেন প্রতিবেশীরা। গিয়ে দেখেন ঘরের বিছানায় পড়ে রয়েছে আড়াই বছরের শিশু। তাঁর নিথর শরীর।

কোচবিহার: পারিবারিক বিবাদের বলি। নিজের আড়াই বছরের শিশু কন্যাকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। এরপর ছেলেকে মারার চেষ্টা মায়ের। শেষে আত্মঘাতী হওয়ার সময়ে ধরা পড়ে যায় প্রতিবেশীদের হাতে। দিনহাটা ২ নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ৩ নং জায়গির বালাবারির ঘটনা।
জানা গিয়েছে, ওই মহিলা দুই ছেলে, এক মেয়ে। বৃহস্পতিবার ওই মহিলাকে ঘরে ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস লাগাতে যাওয়ার সময়ে দেখতে পান প্রতিবেশীরা। তাঁকে বাঁচাতে গিয়ে ঘরে ঢোকেন প্রতিবেশীরা। গিয়ে দেখেন ঘরের বিছানায় পড়ে রয়েছে আড়াই বছরের শিশু। তাঁর নিথর শরীর।
জিজ্ঞাসাবাদে জানা যায়, পারিবারিক বিবাদের জেরে নিজের আড়াই বছরের কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন তিনি। এরপর পাঁচ বছরের পুত্র সন্তানকেও মেরে ফেলার চেষ্টা করেন তিনি। বড় ছেলে কোনওক্রমে বেঁচে যান।
স্থানী অভিযুক্ত মহিলাকে উদ্ধার করে তখন তারা জানতে পারে ততক্ষণে ওই মহিলা তার শিশু কন্যাটিকে স্বাস রোধ করে মেরে ফেলেছে । এরপর খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায় এরপর সাহেবগঞ্জ থানা এবং নয়ারহাট ফারির পুলিশ এসে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।

