Udayan Guha: দিনহাটার ১২ হাজার পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে বিজয়ার মিষ্টি, বড় উদ্যোগ উদয়নের

Durga Puja Bijoya: এই মহাসমারোহে সামিল হতে পেরে উচ্ছ্বসিত মন্ত্রী নিজেও। উচ্ছ্বসিত দলের কর্মীরাও। মন্ত্রী বলছেন, “শহরের প্রতিটা বাড়িতেই বিজয়ার শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে। সঙ্গে যাচ্ছে মিষ্টির প্যাকেট। আমি উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই।”

Udayan Guha: দিনহাটার ১২ হাজার পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে বিজয়ার মিষ্টি, বড় উদ্যোগ উদয়নের
কী বলছেন মন্ত্রী? Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Oct 05, 2025 | 2:14 PM

দিনহাটা: বিজয়ার শুভেচ্ছা বার্তা জানাতে বড় উদ্যোগ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। দুর্গাপুজোর পর বিজয়ার আনন্দ ভাগ করে নিতে দিনহাটার ১২ হাজার পরিবারের কাছে মিষ্টি পৌঁছে দেবেন মন্ত্রী। পুর এলাকাতেই এই বড় সংখ্যার মানুষের কাছে পৌঁছে য়াবে প্যাকেট। দশমীর পরেই শুরু হয়ে গিয়েছিল সেই তোড়জোড়। শনিবার থেকে শুরু হয়েছে এই অভিনব কর্মসূচি। চলবে তিন দিন। এই কাজে তাঁকে সাহায্য করছেন দলের কর্মীরাই। 

এই মহাসমারোহে সামিল হতে পেরে উচ্ছ্বসিত মন্ত্রী নিজেও। উচ্ছ্বসিত দলের কর্মীরাও। মন্ত্রী বলছেন, “শহরের প্রতিটা বাড়িতেই বিজয়ার শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে। সঙ্গে যাচ্ছে মিষ্টির প্যাকেট। আমি উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমাদের দলের কর্মীরাই নিজেরাই এই দায়িত্ব নিয়েছেন।”  

উদ্যোগে সামিল দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরীও। তিনি জানাচ্ছেন, মন্ত্রীর উদ্যোগে প্রায় ১২ হাজার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে লাড্ডুর প্যাকেট ও শুভেচ্ছা বার্তা। গোটা কাজের জন্য তাঁরা হাতে নিয়েছেন ৩ দিনের সময়সীমা। সাবির সাহা বলছেন, এই তিনদিনের মধ্যেই গোটা কর্মসূচি শেষ করা হবে। আমাদের তৃণমূল কর্মীরা ইতিমধ্যেই মানুষের বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন। পুরোদমে শুরু হয়ে গিয়েছে কাজ। 

এদিকে তথ্য বলছে ভোটের মার্জিনে দিনহাটা শহর তাঁকে কোনওদিনই বিশেষ এগিয়ে রাখেনি। উল্টে বিরূপ ফলই দেখা গিয়েছে। সাম্প্রতিককালে প্রকাশ্য সভাতে একাধিকবার তা নিয়ে আক্ষেপও করতে দেখা গিয়েছে মন্ত্রীকে। এদিকে সামনেই আবার বিধানসভা ভোট। তার আগে এই জনসংযোগ ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে এখন থেকেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আঙিনায়।