কোচবিহার: একসময় তৃণমূলের সদস্য ছিলেন নিশীথ প্রামাণিক। বর্তমানে শুধু বিজেপি নেতাই নন, দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি। ২৪-এর নির্বাচনে আবারও কোচবিহার কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন তিনি। সেই কোচবিহারে গিয়ে নাম না করে সেই বিজেপি প্রার্থীকেই নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী জগদীশ বাসুনিয়ার প্রচারে বৃহস্পতিবার মাথাভাঙায় এক সভায় যোগ দিয়েছিলেন মমতা। সেখান থেকে নাম না করে মমতা বলেন, “আমাদের দলে ও ছিল আপদ। বিজেপিতে আজ হয়েছে সম্পদ।”
এদিন মঞ্চ থেকে মমতা বলেন, “আপনাদের একজন বাবু আছে। যাঁর বিরুদ্ধে হাজার হাজার কেস। আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি।” তিনি আরও বলেন, “৪-৫ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। শুনেছি কেন্দ্রের পুলিশের টুপিও নাকি পরে। ভিডিয়োটা চেয়েছি…।” কয়েকদিন আগে উদয়ন গুহকে আক্রমণ করেছে। নিশীথ প্রামাণিককে কার্যত হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, বলব তোমার বিরুদ্ধে কী কী কেস আছে। আমি সব দিয়ে দেব লোকাল লিডারদের কাছে। সব নথিভুক্ত করা আছে।
নিশীথকে নিশান করে মমতা বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে… দেশের লজ্জা, দেশের কলঙ্ক। তোমাদের আর রাজবংশী লোক ছিল না? আর ভাল লোক আর ছিল না?” মমতার কথায়, নিশীথ মন্ত্রী হয়ে শুধুই রাজার মতো থাকছে আর নিজের উন্নয়ন করছে। কোচবিহারের কোনও উন্নয়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি।
উল্লেখ্য, ভোট আবহে কয়েকদিন আগেই উদয়ন গুহর সঙ্গে নিশীথ প্রামাণিকের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে আসে। রাস্তায় কার্যত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় রাজ্যের মন্ত্রী ও কেন্দ্রের মন্ত্রীর মধ্যে।
বিজেপি নেত্রী ফাল্গুনি পাত্র এই প্রসঙ্গে বলেন, “মুখ্যমন্ত্রী নিজেও পুলিশমন্ত্রী। এত কেস যদি থাকে তো উনি পুলিশের কাছে না গিয়ে, কোর্টে না গিয়ে, নথি দেখানোর কথা বলছেন কেন? তবে কি তৃণমূলে থাকতে ওঁকে দিয়ে কিছু করানো হয়েছিল, সে কথা বলছেন?”