Panchayat Elections 2023: রক্তে ভাসছেন বিজেপির এজেন্ট, বুথের দরজাতেই পড়ে দেহ

Bengal Panchayat Election: সকাল থেকেই কোচবিহার-সহ একাধিক জেলায় হিংসার অভিযোগ উঠছে। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা নিয়েও প্রশ্ন বুথে বুথে।

Panchayat Elections 2023: রক্তে ভাসছেন বিজেপির এজেন্ট, বুথের দরজাতেই পড়ে দেহ
বুথের সামনেই দেহ পড়ে।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 12:47 PM

কোচবিহার: বুথের ভিতর বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুনের অভিযোগ। কোচবিহারের ফলিমারির ঘটনা। তৃণমূলের (TMC) বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। যদিও শাসকদলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। সকাল থেকেই একের পর এক হিংসার অভিযোগ কোচবিহারের একাধিক বুথে। দিনহাটা, তুফানগঞ্জের পর এবার কোচবিহার-১ ব্লকের ফলিমারি। যা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেখানেই এই নৃশংস ঘটনা। এই ঘটনায় জেলাশাসকের কাছে তড়িঘড়ি রিপোর্ট তলব করে রাজ্য নির্বাচন কমিশন। পাল্টা জেলাশাসক কমিশনকে জানান, খুনের ঘটনা বুথের বাইরে। তদন্ত শুরু হয়েছে কীভাবে ঘটল।

একেবারে বুথের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বিজেপির এজেন্ট মাধব বিশ্বাসকে। কোচবিহার-১ ব্লকের ফলিমারি ৪/৩৮ নম্বর বুথ। সেখানকার পোলিং এজেন্ট ছিলেন মাধব। এই ঘটনায় বিজেপি প্রার্থীও আহত হন বলে অভিযোগ। প্রার্থী মায়া বর্মন বলেন, “আমার এজেন্টকে বোমা মেরেছে তৃণমূলের গুন্ডারা। তাঁকে খুন করা হয়েছে। আমাকেও আক্রমণ করে ওরা।”

সকাল থেকেই কোচবিহার-সহ একাধিক জেলায় হিংসার অভিযোগ উঠছে। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা নিয়েও প্রশ্ন বুথে বুথে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ” ভোট চারদিকে শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে। তবে ভোটের প্রাক্কালে গত রাত থেকেও কংগ্রেস, সিপিএম, বিজেপি, যেখানে সম্ভব আইএসএফ তৃণমূল কর্মীদের টার্গেট করে হামলা করছে। আমাদের তিনজন কর্মী মারা গিয়েছেন। তুফানগঞ্জ, রেজিনগর, খড়গ্রামে আমাদের লোকেরা নিহত হয়েছেন। ডোমকলে আহত ২ জন। যারা কেন্দ্রীয় বাহিনীর রিকুইজিশন দিল, কোথায় সেসব। আসলে ইচ্ছাকৃতভাবে হাতে হাত মিলিয়ে বিরোধীরা আমাদের কর্মীদের উপর হামলা করছে।”

সরাসরি পঞ্চায়েত ভোটের সব খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে