India-Bangladesh border: ফের সীমান্তে পুশব্যাক বিএসএফের, চাপের মুখে শেষ পর্যন্ত পিছু হটল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা
India-Bangladesh border: বিএসএফ তৎপর হতেই ভারতে ঢোকার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সূত্রের খবর, মঙ্গলবার রাতে কোচবিহারের সিতাই সীমান্ত দিয়ে ১৩ জন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।

সিতাই: বারবার চেষ্টা। আর প্রতিবারই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমস্ত প্ল্যান বানচাল করে দিচ্ছে বিএসএফ। ভারতের মাটিতে পা রেখেও ফিরতে হচ্ছে খালি হাতে। একদিন আগে জলপাইগুড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের বাসিন্দা বিশেষভাবে সক্ষম এক যুবককে জোর করে ভারতীয় ভূখণ্ডে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। কিন্তু, বিএসএফ তৎপর হতেই তারা সফল হয়নি। শেষে নো ম্যানস ল্যান্ডে ওই যুবককে ফেলে রেখে পালিয়ে যায় বিজিবি। এবার কার্যত একই ছবি দেখা গেল কোচবিহারের সিতাইয়ে।
সিতাইয়েও বিএসএফের পুশব্যাক। বিএসএফ তৎপর হতেই ভারতে ঢোকার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সূত্রের খবর, মঙ্গলবার রাতে কোচবিহারের সিতাই সীমান্ত দিয়ে ১৩ জন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। সেই সময় ৭৮ ব্যাটেলিয়ানের সিতাই পদ্মা বিএসএফ ক্যাম্পের বিএসএফ জাওয়ানরা তাদের ভারতীয় সীমান্তে ঢুকতে বাধা দেয়। বাধা পেতেই তারা ফের বাংলাদেশের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে। কিন্তু, সেখানেও বাধা পায়।
বর্তমানে তারা ভারত-বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে পড়ে রয়েছে বলে খবর। কোনওভাবেই তারা যেন ভারতীয় ভূখণ্ডে ঢুকতে না পারে সেই জন্য সেই এলাকায় কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে বিএসএফ। অপরদিকে বিজিবিও তাদের সীমান্তে প্রহরা দিচ্ছে। সবমিলিয়ে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।
