Cooch Behar: পুরুষরা কি বিধবা হয়? ভাতার টাকা ঢোকায় প্রশ্ন মাথাভাঙায়

Cooch Behar: এর আগেও পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকায় এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রাজ্য সরকারের প্রকল্পের টাকা মহিলা না হয়েও কীভাবে তাঁদের অ্যাকাউন্টে ঢুকছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

Cooch Behar: পুরুষরা কি বিধবা হয়? ভাতার টাকা ঢোকায় প্রশ্ন মাথাভাঙায়
শোরগোল গোটা গ্রামে Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 6:44 PM

কলকাতা: লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার বিধবা ভাতার টাকা ঢুকছে পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অভিযোগ এমনই। আর এই নিয়েই চাঞ্চল্য মাথাভাঙায়। সূত্রের খবর, মাথাভাঙা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতে ঘটেছে এই ঘটনা। কালীবাড়ি সংলগ্ন এলাকার যুবক চিরঞ্জিত বল পেশায় টোটো চালক। তাঁর গ্রামীণ ব্যাঙ্কের অ্যাকাউন্টে বেশ কয়েকমাস ধরে ১ হাজার টাকা করে বিধবা ভাতার টাকা ঢুকছে বলে খবর। সম্প্রতি, পাস বই আপডেট করতে গেলে বিষয়টি ধরা পড়ে।

চিরঞ্জিত জানিয়েছেন, এই ভাতার টাকা কী করে তাঁর অ্যাকাউন্টে ঢুকছে তিনি জানেন না। তবে তিনি চান না এই টাকা। সরকার যাতে বিষয়টি বন্ধ করে দেয় সেই দাবি জানিয়েছেন তিনি। প্রয়োজনে যে টাকা ঢুকেছে তা তিনি ফেরত দিতে রাজি বলে জানিয়েছেন। 

এর আগেও পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকায় এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রাজ্য সরকারের প্রকল্পের টাকা মহিলা না হয়েও কীভাবে তাঁদের অ্যাকাউন্টে ঢুকছে এ নিয়ে প্রশাসনিক কর্তাদের সঠিক নজরদারি ও ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এরইমধ্যে আবার পচাগড়ের ঘটনা সামনে আসায় নতুন করে শুরু হয়েছে শোরগোল। এ বিষয়ে পচাগড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কল্যাণী রায় জানান, বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি শুনেছেন। বলেন, যদি এমনটা হয়ে থাকে তাহলে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।