AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cooch Behar: মমতার ঘোষণার পর রাতেই গোষ্ঠী সংঘর্ষ চরমে, আহত হয়ে হাসপাতালে চারজন

Cooch Behar: পার্থ প্রতিমের সমর্থকদের মিছিলে অপর গোষ্ঠীর তৃণমূল কর্মীরা আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ।

Cooch Behar: মমতার ঘোষণার পর রাতেই গোষ্ঠী সংঘর্ষ চরমে, আহত হয়ে হাসপাতালে চারজন
গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত নাটাবাড়ি
| Edited By: | Updated on: Mar 09, 2022 | 10:55 AM
Share

কোচবিহার: তৃণমূলের জেলা সভাপতি বদলের পরই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত নাটাবাড়ি। সদ্য নিযুক্ত জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের অনুগামীদের সঙ্গে সংঘর্ষ রবীন্দ্র নাথ ঘোষের অনুগামীদের। মঙ্গলবার রাতে কোচবিহারের নাটাবাড়িতে সংঘর্ষের জেরে জখম হয়েছেন বেশ কয়েকজন। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে।

মঙ্গলবার কলকাতা থেকে পার্থপ্রতিম রায়কে কোচবিহারের নতুন জেলা সভাপতি হিসেবে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার কয়েক ঘণ্টা পরেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের নাটাবাড়ি। স্থানীয় সূত্রের খবর, জেলা সভাপতির নাম ঘোষণা হওয়ার পরেই এলাকায় মিছিল করেন পার্থ ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা। আর সেই মিছিলেই ওপর পক্ষ আক্রমণ করেছে বলে অভিযোগ।

স্থানীয় তৃণমূল কর্মী শিবচরণ বর্মা জানান, বহরমপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা কাটাকাটি হওয়ার জেরেই বচসার সূত্রপাত। আর তার রেশ ধরেই সংঘর্ষ হয়। ঘটনায় আহত হয়েছেন চারজন। রতন দাস, শিবচরণ বর্মন, জাহির মন্ডল এবং শাহজাহান মিয়া আহত হন। চিকিৎসার জন্য তাঁদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ,পার্থ প্রতিম রায়ের নাম জেলা সভাপতি হিসেবে ঘোষণা হওয়ার পরই উচ্ছ্বাসে মিছিল চলছিল এলাকায়। সেই মিছিলে রবীন্দ্রনাথ ঘোষের অনুগামী তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রমণ করে।

এই ঘটনায় জড়িত সন্দেহে তুফানগঞ্জ থানার পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: Dilip Ghosh on Jayprakash: বিক্ষুব্ধরাও শেষ মুহূর্তে জানতেন না! ‘কিছু যায় আসে না’, বলে দাবি দিলীপের