Udayan Guha Exclusive: ‘বাম আমলে সুস্থ বিধায়ক-পুত্রের প্রতিবন্ধী কোটায় চাকরি’! আরও বিস্ফোরক উদয়ন
Recruitment Scam: মন্ত্রীর বক্তব্য, 'বাধ্য হয়ে মুখ খুললাম। এটা হল স্যাম্পেল ফাইল, যখন গোডাউন দেখানো হবে, তখন আরও মুশকিল হবে।'
কোচবিহার: নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগে যখন একের পর এক খোঁচা হজম করতে হচ্ছে রাজ্যের শাসক দলকে, তখন নতুন স্টান্স নিয়েছে তৃণমূল। শুরু হয়েছে প্রতি আক্রমণের পালা। বোঝানোর চেষ্টা চলছে, দুর্নীতি শুধু তৃণমূলের আমলেই নয়, অতীতে বাম জমানাতেও হয়েছে। বামেদের গায়ে কালি ছেঁটাতে গিয়ে নিজের প্রয়াত বাবা কমল গুহকেও নিশানা করতে ছাড়েননি উদয়ন গুহ (Udayan Guha)। আর এবার আরও বিস্ফোরক রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। বললেন, বাম আমলে একজন বিধায়কের ছেলে কোচবিহারে প্রতিবন্ধী কোটায় চাকরি পেয়েছেন, যিনি নাকি একশো শতাংশ সুস্থ।
উল্লেখ্য, উদয়ন গুহ নিজের বাবা কমল গুহর প্রসঙ্গ টেনে বাম আমলে নিয়োগে দুর্নীতির যে অভিযোগ তুলেছিলেন, সেই নিয়ে কটাক্ষ করেছেন বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পাল্টা বলেছিলেন, বাম আমলে যাঁদের ক্ষেত্রে মেধা ছাড়া অন্য কিছুর ভিত্তিতে চাকরির সুপারিশ হয়েছিল, এমন তালিকা যেন উদয়নবাবু প্রকাশ করেন। সেই বিষয়ে মন্তব্য করতে গিয়েই উদয়ন গুহ ফের এক বিস্ফোরক মন্তব্য করলেন। বললেন, ‘বিকাশবাবু স্বনামধন্য আইনজীবী। কথায় কথায় জনস্বার্থ মামলা করেন। বাম আমলে একজন বিধায়কের ছেলে কোচবিহারে প্রতিবন্ধী কোটায় চাকরি পেয়েছেন, যিনি একশো শতাংশ সুস্থ। এই নিয়ে বিকাশবাবু জনস্বার্থ মামলা করুন একটি।’
যদিও কোন প্রাক্তন বিধায়ক-পুত্রর কথা তিনি বলতে চাইছেন, সেই বিষয়টি খোলসা করেননি রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। উদয়নের কথায়, ‘এমনি এমনি এসব শোনা যাবে না।’ জানান, বিকাশরঞ্জন ভট্টাচার্য যদি আদালতে জনস্বার্থ মামলা করেন, তাহলে যথাস্থানে তিনি বিষয়টি জানাবেন। পাশাপাশি উদয়ন গুহকে ফিরহাদ হাকিমের মন্তব্য নিয়েও প্রশ্ন করা হয়েছিল। সেই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, ফিরহাদ কোন প্রেক্ষিতে মন্তব্য করেছেন সেই বিষয়টি তিনি জানেন না। তবে উদয়নের বক্তব্য, তিনি যেটা জানেন, সেটাই বলেছেন। মন্ত্রীর বক্তব্য, ‘বাধ্য হয়ে মুখ খুললাম। এটা হল স্যাম্পেল ফাইল, যখন গোডাউন দেখানো হবে, তখন আরও মুশকিল হবে।’