Bangladesh Border: পাকিস্তানের পর হার মানল বাংলাদেশও! বাংলায় ফিরলেন উকিল বর্মণ

Bangladesh Border: এদিনই পাকিস্তান থেকে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। পাক রেঞ্জার্সের হাতে বন্দি ছিলেন তিনি। ভারতের কূটনৈতিক চাপে কার্যত বাধ্য হয়েই এদিন পূর্ণমকে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান।

Bangladesh Border: পাকিস্তানের পর হার মানল বাংলাদেশও! বাংলায় ফিরলেন উকিল বর্মণ
উকিল বর্মণImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 15, 2025 | 12:05 AM

শীতলকুচি: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন শীতলকুচির উকিল বর্মণ। গত ১৬ এপ্রিল নিজের জমিতে চাষ আবাদ করার সময় তাঁকে তুলে নিয়ে চলে যায় বাংলাদেশিরা। বুধবার বিকেলে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে বৈঠকের পর উকিল বর্মণকে তুলে দেওয়া হয়েছে বিএসএফ-এর হাতে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ভারতীয় ভূখণ্ডে এসে উকিল বর্মণকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল বাংলাদেশিদের বিরুদ্ধে। পরে বাংলাদেশিরা তাঁকে বিজিবি-র হাতে তুলে দেয়। অনুপ্রবেশকারী দেখিয়ে বাংলাদেশের জেলে রাখা হয়েছিল উকিল বর্মণকে। বিজিবি ও বিএসএফ-এর মধ্যে একাধিক বৈঠকের পর অবশেষে বুধবার মুক্তি পেয়ে দেশে ফিরলেন উকিল বর্মণ।

ভারতে ফেরার পর এদিন তাঁকে বিএসএফ-এর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এরপর তাঁর চিকিৎসার জন্যে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ভারতে ফিরতে পেরে খুশি উকিল বর্মণ। তিনি জানিয়েছেন যে তিনি ভাল আছেন।

উল্লেখ্য, এদিনই পাকিস্তান থেকে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। পাক রেঞ্জার্সের হাতে বন্দি ছিলেন তিনি। ভারতের কূটনৈতিক চাপে কার্যত বাধ্য হয়েই এদিন পূর্ণমকে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান।