সংক্রমণ দ্রুতগতিতে কমছে আপনার জেলাতেও, তবে হাওড়ায় আচমকা বাড়ল মৃত্যু
শুক্রবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯১৩ জন। মৃত্যু হয়েছে ১১৩ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৬ হাজার ৫৫৭ জন। সুস্থতার হার ৯৫.১১ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৭১ হাজার ২০৬ টি।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সু্স্থতার পথে এগোচ্ছে বাংলা। ৪১ দিন পর গত মঙ্গলবার প্রথমবার দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে ১০ হাজারের নীচে। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে হু-হু করে। রাজ্যে সব জেলায় সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। যদিও মৃত্যুর হার এখনও কিছুটা চিন্তার কারণ হয়ে রয়েছে। তবে আগামী সময় সেটাও কমে আসবে বলেই আশা করা হচ্ছে। একনজরে দেখে নিন রাজ্যের সামগ্রিক সংক্রমণের ছবিটা কেমন।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৩৩। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২২ জন। বৃহস্পতিবার মৃত- ০, শুক্রবার মৃত-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ২১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭৪ জন। বৃহস্পতিবার মৃত- ০, শুক্রবার মৃত-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৫৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৭৯ জন। বৃহস্পতিবার মৃত- ৩, শুক্রবার মৃত-৪।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৮ জন। বৃহস্পতিবার মৃত- ১, শুক্রবার মৃত-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৫১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭২৬। বৃহস্পতিবার মৃত- ৪, শুক্রবার মৃত-৫।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৭ জন। বৃহস্পতিবার মৃত- ২, শুক্রবার মৃত-৩।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৫ জন। বৃহস্পতিবার মৃত- ১, শুক্রবার মৃত-০।
মালদহ– গতকাল আক্রান্ত ১৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৪ জন। বৃহস্পতিবার মৃত- ০, শুক্রবার মৃত-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩৬ জন। বৃহস্পতিবার মৃত- ৪, শুক্রবার মৃত-৩।
নদিয়া– গতকাল আক্রান্ত ৫২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৮৬ জন। বৃহস্পতিবার মৃত- ৮, শুক্রবার মৃত-৭।
বীরভূম– গতকাল আক্রান্ত ৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৫ জন। বৃহস্পতিবার মৃত- ১, শুক্রবার মৃত-১।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫ জন। বৃহস্পতিবার মৃত- ১, শুক্রবার মৃত-২।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮৬ জন। বৃহস্পতিবার মৃত- ৫, শুক্রবার মৃত-২।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২৮ জন। বৃহস্পতিবার মৃত- ০, শুক্রবার মৃত-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৭৯ জন। বৃহস্পতিবার মৃত- ১, শুক্রবার মৃত-১।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৬৭ জন। বৃহস্পতিবার মৃত- ২, শুক্রবার মৃত-২।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩৭ জন। বৃহস্পতিবার মৃত- ০, শুক্রবার মৃত-৪।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩৭ জন। বৃহস্পতিবার মৃত- ০, শুক্রবার মৃত-৩।
হাওড়া– গতকাল আক্রান্ত ৬৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৩৩ জন। বৃহস্পতিবার মৃত- ৪, শুক্রবার মৃত-১২।
হুগলি– গতকাল আক্রান্ত ৫৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৬০ জন। বৃহস্পতিবার মৃত- ৪, শুক্রবার মৃত-৭।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৮৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৮৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬৭৬ জন। বৃহস্পতিবার মৃত- ৩০, শুক্রবার মৃত-২৫।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৫৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৪৯ জন। বৃহস্পতিবার মৃত- ৮, শুক্রবার মৃত-৯।
কলকাতা– গতকাল আক্রান্ত ৯৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৫৩ জন। বৃহস্পতিবার মৃত- ২৭, শুক্রবার মৃত-২৩।
অন্যদিকে, শুক্রবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯১৩ জন। মৃত্যু হয়েছে ১১৩ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৬ হাজার ৫৫৭ জন। সুস্থতার হার ৯৫.১১ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৭১ হাজার ২০৬ টি।