Balurghat: ভোট মিটতেই কেউ সময় দিলেন পরিবারকে, কেউ আবার ব্যস্ত কন্যাকে নিয়ে, প্রার্থীরা কে কী করছেন জানুন

Balurghat: বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। দুই মেয়ে,স্ত্রী ও বাবা মায়ের সঙ্গে সকালে কাটালেন সময়৷ পাশাপাশি ছোট মেয়ের সঙ্গে খেলা করলেন তিনি ৷ অন্য দিনের মত সকাল সকাল নয়, আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলেন তিনি।

Balurghat: ভোট মিটতেই কেউ সময় দিলেন পরিবারকে, কেউ আবার ব্যস্ত কন্যাকে নিয়ে, প্রার্থীরা কে কী করছেন জানুন
সুকান্ত মজুমদার সময় কাটালেন পরিবারের সঙ্গে Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2024 | 5:39 PM

দক্ষিণ দিনাজপুর: শুক্রবার শেষ হয়েছে দ্বিতীয় দফার ভোট। এতদিন ভোটের প্রচার থেকে শুরু করে মিটিং-মিছিলেন ব্যর্থ ছিলেন প্রার্থী। রোদ-বৃষ্টি উপেক্ষা করেই চলছিল নির্বাচনের প্রচার। বিগত এক মাস ধরে নাওয়া-খাওয়া বাদ দিয়েই প্রচার করেছেন। আর ভোট মিটতেই রিল্যাক্স মোডে দেখা গেল তাঁদে।

বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। দুই মেয়ে,স্ত্রী ও বাবা মায়ের সঙ্গে সকালে কাটালেন সময়৷ পাশাপাশি ছোট মেয়ের সঙ্গে খেলা করলেন তিনি ৷ অন্য দিনের মত সকাল সকাল নয়, আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলেন তিনি। বিকেলে পার্টি অফিসে যাওয়ার কথা তাঁর। দলীয় নেতৃত্বদের নিয়ে ভোটের ফলাফল নিয়ে আলোচনা করতে পারেন তিনি৷ জয়ের ব্যাপারে নিশ্চিত সুকান্ত মজুমদার।

অন্যদিকে বালুরঘাট লোকসভা আসনের বাম প্রার্থী জয়দেব কুমার সিদ্ধান্ত। তিনিও আজ একটু রিলাক্স মুডে আছেন। গতকাল কুশমণ্ডি বিধানসভার বিভিন্ন এলাকায় যান তিনি। আজ সকাল থেকে পরিবারের সঙ্গে সময় কাটাছেন। প্রার্থী বললেন, “গত একমাস সে ভাবে পরিবারকে সময় দিতে পারিনি৷ তাই আজ সকাল থেকেই পরিবারের সঙ্গে আছি। পরে পার্টি অফিসে যাব। দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলব।”

গত কয়েকদিন ধরে দুপুরে বিশ্রাম নিতে পারেননি বালুরঘাট লোকসভা আসনের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। বয়স ও গরমের কারণে অসুস্থ বিপ্লব মিত্র। তাই আজ কার্যত বাড়িতেই সময় কাটালেন তৃণমূল প্রার্থী। দুপুরে খাওয়া দাওয়ার পর নিলেন বিশ্রাম৷