Fire: বাইরের দরজায় তুলল ছিটকিনি, তারপর আগুন জ্বালাল দুষ্কৃতীরা
Balurghat: স্থানীয় সূত্রে খবর, গঙ্গারামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর জামতলা এলাকার বাসিন্দা রঞ্জন সন্ন্যাসী। দুই ভাই মা ও স্ত্রী সন্তান নিয়ে তার বসবাস। প্রতিদিনের মতো শনিবার রাতেও খাওয়া দাওয়া করে সকলেই তাদের ব্যক্তিগত ঘরে ঘুমাতে যান।

গঙ্গারামপুর: আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা পরিবারের সদস্যদের। শনিবার মধ্যরাতে গঙ্গারামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর জামতলা এলাকার এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ ঘটানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় গোটা পরিবারে। রবিবার বিষয়টি জানাজানি হতেই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ ও দমকল কর্মীরা। আগুনে পুড়ে গেছে বাড়ির একাধিক সামগ্রী ও আসবাবপত্র।
স্থানীয় সূত্রে খবর, গঙ্গারামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর জামতলা এলাকার বাসিন্দা রঞ্জন সন্ন্যাসী। দুই ভাই মা ও স্ত্রী সন্তান নিয়ে তার বসবাস। প্রতিদিনের মতো শনিবার রাতেও খাওয়া দাওয়া করে সকলেই তাদের ব্যক্তিগত ঘরে ঘুমাতে যান। রাত আনুমানিক ২ টো নাগাদ বাড়ির লোকেরা হঠাৎ মোটরবাইক পড়ে যাওয়ার মতো শব্দ শুনতে পান। ঘুম ভেঙে যাওয়ার পর তারা দরজা খুলে বেরোতে গেলে দেখেন, বাইরে থেকে দরজা আটকানো। কোনওক্রমে দরজা খুলে তারা বাইরে বেরিয়ে দেখেন, তাদের বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। যার ফলে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। তাদের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে প্রতিবেশীরা। এরপরেই স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাড়ির মালিকের অভিযোগ, শত্রুতা মূলকভাবে কেউ বা কারা তাদের বাড়িতে আগুন লাগিয়েছে। ঘটনার আকস্মিকতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এদিন গঙ্গারামপুর থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্ত শুরু করেন। বাড়ির মালিক থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারাও আতঙ্কিত, কারণ সঠিক সময়ে ঘুম না ভাঙলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

