AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: দুর্ঘটনায় মৃত্যু জওয়ানের, দেওয়া হল গার্ড অফ অনার

Balurghat: জানা গিয়েছে, দিন কুড়ি আগে ছুটিতে বাড়ি এসেছিলেন বালুরঘাট ব্লকের ভাটপাড়া এলাকার জয়ন্ত বর্মন (৩৫)। পেশায় তিনি সেনাকর্মী। বাড়িতে রয়েছে স্ত্রী ও দুই সন্তান। বর্তমানে তিনি কাশ্মীরে কর্মরত ছিলেন। আগামী শনিবার তাঁর কাজে যোগ দেওয়ার জন্য যাওয়ার কথা ছিল।

Balurghat: দুর্ঘটনায় মৃত্যু জওয়ানের, দেওয়া হল গার্ড অফ অনার
সেনা জওয়ানকে দেওয়া হল গার্ড অফ অনারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 18, 2024 | 3:59 PM
Share

বালুরঘাট: ছুটিতে বাড়ি আসছিলেন। সেই সময় মর্মান্তিক পরিণতি। পথ দুর্ঘটনায় মৃত্যু সেনা জওয়ানের। তাঁকে দেওয়া হল গার্ড অফ অনার। মঙ্গলবার দুপুরে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙি শ্মশানে গার্ড অফ অনার দেওয়া হয়। জেলা সৈনিক বোর্ডের তরফ থেকেই গার্ড অফ অনার দেওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি পুলিশের তরফ থেকে গান স্যালুট দেওয়া হয়। এরপর হয় শেষকৃত্য। চোখের জলে শেষ বিদায় জানায় পরিবার পরিজন ও প্রতিবেশীরা।

জানা গিয়েছে, দিন কুড়ি আগে ছুটিতে বাড়ি এসেছিলেন বালুরঘাট ব্লকের ভাটপাড়া এলাকার জয়ন্ত বর্মন (৩৫)। পেশায় তিনি সেনাকর্মী। বাড়িতে রয়েছে স্ত্রী ও দুই সন্তান। বর্তমানে তিনি কাশ্মীরে কর্মরত ছিলেন। আগামী শনিবার তাঁর কাজে যোগ দেওয়ার জন্য যাওয়ার কথা ছিল। তার আগে রবিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় জয়ন্তবাবুর। রবিবার তাঁকে বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর এলাকায়। কৃষ্ণনগর এলাকায় বালুরঘাট তপন রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর ভাই।

বিষয়টি নজরে আসতে সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় তাঁর। তবে কী ভাবে পথ দুর্ঘটনা ঘটল তা পরিস্কার নয়। কোনও গাড়ি ধাক্কা মারতে পারে বলেই প্রাথমিক অনুমান পরিবারের। এরপর দুপুরে বালুরঘাট পুলিশ মর্গ থেকে সুসজ্জিত গাড়িতে করে ওই জওয়ানের মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাড়িতে।