Balurghat: আঁচ করেছিলেন কিছু একটা, সেই মতো বাড়ির সদর দরজায় চোখ পড়তেই মাথায় হাত বৃদ্ধার
Balurghat: জানা গিয়েছে, ওই বাড়িতে শোভারানি মহন্ত নামে এক বৃদ্ধা ও তাঁর ছেলে চন্দন মহন্ত থাকেন। কয়েকদিন আগে চোখ অপারেশনের জন্য বালুরঘাটে মেয়ের বাড়ি যান শোভারানি। বাড়ি ফাঁকার সুযোগে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা।
বালুরঘাট: বাড়ি ফাঁকা। সপ্তাহখানেক ধরেই কেউ নেই সেখানে। সেই সুযোগই কাজে লাগিয়েছিল ওরা। পরে বাড়ি ফিরতেই স্তম্ভিত বাড়ির মালিক। ছুটে এলেন। দেখলেন সদর দরজার গ্রিল ভাঙা। ব্যাস, তারপর আর কী! বুঝতে বাকি রইল না কিছুই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের নলতাহার দোগাছিতে।
জানা গিয়েছে, ওই বাড়িতে শোভারানি মহন্ত নামে এক বৃদ্ধা ও তাঁর ছেলে চন্দন মহন্ত থাকেন। কয়েকদিন আগে চোখ অপারেশনের জন্য বালুরঘাটে মেয়ের বাড়ি যান শোভারানি। বাড়ি ফাঁকার সুযোগে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর মঙ্গলবার চন্দন ও শোভাদেবী বাড়িতে ঢুকতে গিয়েই মাথায় হাত। দেখেন প্রতিটি ঘরের তালা ভাঙা। এলোমেলো অবস্থা ঘর। ভাঙা আলমারি,শোকেস সহ ট্রাঙ্ক। শুধু তাই নয়, চোরের দল বাড়ি থেকে চুরি করে নিয়ে গিয়েছে সোনার গহনা, ঠাকুরের বাসন ও আসবাবপত্র। গোটা ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে বালুরঘাট থানায়।
এলাকাবাসীর দাবি, গত এক দেড় মাসে ওই এলাকায় চুরি হয়েছে প্রায় ৫-৬ টি বাড়িতে। এলাকায় জুয়া খেলা বাড়ছে। যার ফলে প্রায় দিনই চুরির ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসনকে জানিয়েও হয়নি কোনও লাভ হয়নি। চন্দনবাবু বলেন, “পাড়া থেকে ফোন এল। সঙ্গে সঙ্গে এলাম। শুনলাম সব চুরি গিয়েছে।”