Bomb Threat: ‘বোমা রাখা আছে’,একাধিক সরকারি আধিকারিকদের অফিসে ঢুকছে উড়ো ইমেল
Balurghat: এদিকে, এনিয়ে জেলা পুলিশ জেলা শাসকের দফতর থেকে অভিযোগ পেয়েছে। মামলা রুজু করে পুরো ঘটনা খতিয়ে দেখছে জেলা পুলিশ প্রশাসন। যদিও, এনিয়ে জেলা শাসক ও পুলিশ সুপার ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তবে শুধু বালুরঘাট নয়। বোমাতঙ্ক ছড়ায় বারাসত জেলাশাসকের অফিসেও।

বালুরঘাট: এবার বালুরঘাট। জেলা প্রশাসনিক ভবনে বোমাতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে এল বোম স্কোয়াডের পুলিশ কর্মীরা। বুধবার বিকেলে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে। যদিও তল্লাশিতে অপ্রীতিকর কোনও কিছুই উদ্ধার হয়নি। এদিকে, এনিয়ে জেলা পুলিশ জেলা শাসকের দফতর থেকে অভিযোগ পেয়েছে। মামলা রুজু করে পুরো ঘটনা খতিয়ে দেখছে জেলা পুলিশ প্রশাসন। যদিও, এনিয়ে জেলা শাসক ও পুলিশ সুপার ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তবে শুধু বালুরঘাট নয়। বোমাতঙ্ক ছড়ায় বারাসত জেলাশাসকের অফিসেও।
জানা গিয়েছে, এদিন বিকেলে ডিএমের অফিসিয়াল মেইল আইডিতে হুমকির ইমেল আসে। সংশ্লিষ্ট ইমেলে বলা হয়, ডিএম অফিসে বোমা রাখা হয়েছে। যে কোনও সময় বোমা বিস্ফোরণ হবে। এমন হুমকির ইমেল পেতেই জেলা শাসক পুলিশ সুপারকে পুরো বিষয়টি জানান। এরপরই ডিএম অফিস চত্বরে তল্লাশি চালায় পুলিশ। যদিও কে বা কারা এই মেইল পাঠিয়েছে তা এখনো পরিষ্কার নয়। হুমকির মেলটি ভুয়ো হতে পারে বলেই পুলিশ প্রশাসনিক আধিকারিকদের প্রাথমিক অনুমান। পু
রো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। হুমকির মেলের কথা স্বীকার করেছেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। তিনি বলেন, “পুরো বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে। পুলিশ সবটা খতিয়ে দেখছে।”





