AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF Officer: সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ আধিকারিক

বিএসএফ সূত্রে খবর, নিজের ঘরেই আত্মঘাতী হন ওই বিএসএফ আধিকারিক। মৃত বিএসএফ আধিকারিকের নাম ওমপ্রকাশ মীনা(৪৮)। তাঁর বাড়ি রাজস্থানে। বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়ের সাব-ইন্সপেক্টর পদে নিযুক্ত ছিলেন তিনি। বর্তমানে চকগোপাল বিওপিতে কর্তব্যরত রয়েছেন।

BSF Officer: সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ আধিকারিক
হাসপাতালে আনা হয়েছে গুলিবিদ্ধ জওয়ানকেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 23, 2023 | 11:09 PM
Share

বালুরঘাট: সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক বিএসএফ আধিকারিক। সার্ভিস রিভলবার দিয়ে নিজের বুকে চার রাউন্ড গুলি ওই আধিকারিক চালিয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার পর বর্ডার সিকিউরিটি ফোর্সের ওই জওয়ানকে নিয়ে আসা হয় বালুরঘাট জেলা হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। শনিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তের চকগোপাল বিওপিতে ঘটেছে এই ঘটনা। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বিএসএফের ওই ক্যাম্পে। কেন ওই বিএসএফ আধিকারিক আত্মহত্যা করলেন, সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে।

বিএসএফ সূত্রে খবর, নিজের ঘরেই আত্মঘাতী হন ওই বিএসএফ আধিকারিক। মৃত বিএসএফ আধিকারিকের নাম ওমপ্রকাশ মীনা(৪৮)। তাঁর বাড়ি রাজস্থানে। বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়ের সাব-ইন্সপেক্টর পদে নিযুক্ত ছিলেন তিনি। বর্তমানে চকগোপাল বিওপিতে কর্তব্যরত রয়েছেন। নিজের রিভলবার দিয়ে পর পর চার রাউন্ড গুলি চালান ওই বিএসএফ জওয়ান। সব কটি গুলি নিজের বুক লক্ষ্য করে চালিয়েছিলেন ওই জওয়ান। গুলির আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তাঁর সহকর্মীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিকরা। কী কারণে ওই বিএসএফ আধিকারিক আত্মঘাতী হল তা নিয়ে ধন্দে বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিকরা। রবিবার মৃত ওই বিএসএফ জওয়ানের দেহের ময়নাতদন্ত হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তার পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।