Balurghat smuggling: সারি-সারি কলা, ভিতরে হাত দিতেই উঠে এল আসল চমক

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 03, 2022 | 7:28 PM

Balurghat: তখনই নজরে আসে কলাপাতার আড়ালে পাচার করা হচ্ছে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাফ।

Balurghat smuggling: সারি-সারি কলা, ভিতরে হাত দিতেই উঠে এল আসল চমক
পাচারের চেষ্টা (নিজস্ব ছবি)

Follow Us

গঙ্গারামপুর: পিকআপে ভ্যানের মধ্যে রাখা ছিল কাড়ি-কাড়ি কলা আর কলাপাতা। পুলিশ গাড়ি দাঁড় করাতেই উঠে এল আসল তথ্য। কলার আড়ালে নিষিদ্ধ ফেনসিডিল পাচারের চেষ্টা। গোপনসূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফসিরাপ উদ্ধার করে। এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করে গঙ্গারামপুর থানার পুলিশ।

বুধবার রাত্রিবেলা গঙ্গারামপুর থানার কালদীঘি কিষাণমাণ্ডি এলাকা থেকে একটি কলা বোঝাই পিকআপ ভ্যানে তল্লাশি চালায় পুলিশ। তখনই নজরে আসে কলাপাতার আড়ালে পাচার করা হচ্ছে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাফ। তবে পাচারের আগেই প্রায় ৭ হাজার ৮০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ উদ্ধার করে। উদ্ধার হওয়া কাফ সিরাফের বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন বাবলু সরকার (২৮) ও নুর মহম্মদ মণ্ডল (২২)। দু’জনের বাড়ি কুমারগঞ্জ থানার দিওর শ্যামনগর এলাকায়। পুলিশ সূত্রে খবর, একটি পিকআপ ভ্যানে করে নিষিদ্ধ কাফ সিরাফ পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। এমন খবর পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশের কাছে। এরপরেই গঙ্গারামপুর থানার সাব ইন্সপেক্টর আসিরুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে গঙ্গারামপুর থানার কালদিঘি কিষাণমাণ্ডি এলাকা থেকে একটি পিকআপ ভ্যান সহ প্রায় ৭ হাজার ৮০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে দশদিনের পুলিশি হেফাজতে চেয়ে ধৃতদের আদালতে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। এই চক্রের পেছনে কে বা কারা রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: School Girl Suicide: দাদার কাছে বকুনি খাওয়ার পর ছাত্রীকে এমন অবস্থায় দেখবেন কল্পনাও করেনি পরিবার!

আরও পড়ুন: Nabagram Accident: ট্রাকের চাকায় সেকেন্ডের মধ্যেই থেঁতলে গেলেন শিক্ষক, রক্তের ছাপে ভরে গোটা রাস্তা

Next Article