Balurghat: ক্রমশ শক্তি বাড়াচ্ছে আত্রেয়ী, ‘আস্ত গ্রাম গিলবে’ বলে এগিয়ে আসছে
Balurghat:

বালুরঘাট: আত্রেয়ী নদীর জলস্তর বেড়েছে। তারই মধ্যে বালুরঘাট সহ জেলা জুড়ে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতেই ভাঙন দেখা দিয়েছে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি এলাকায় আত্রেয়ীর নদীপাড়ে। একটু একটু করে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে ডাঙ্গি ফরেস্টের বহু সরকারি গাছ। প্রতি বছর ভাঙছে ডাঙ্গি ফরেস্ট। নদী ভাঙন বাড়লেও নদীর পার বাঁধার জন্য কোনও হেলদোল নেই প্রশাসনের বলেই অভিযোগ স্থানীয়দের। দ্রুত নদীপার স্থায়ী ভাবে না বাঁধলে নদীগর্ভে চলে যাবে বাড়িঘর। প্রশাসনের তরফ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও নদীপার বাধা এখনো হয়নি। যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। দ্রুত সেই এলাকায় নদীর পাড় বাঁধাইয়ের দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা। তা না হলে আগামী দিনে আরো বড়সড়ো ভাঙন দেখা যাবে ডাঙ্গি এলাকায়।
জানা গিয়েছে, বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে ডাঙ্গি ফরেস্ট। প্রায় ১১ একর জমির উপর বেশ কয়েক বছর আগে লাগানো হয়েছিল কয়েক লক্ষ গাছ। একটা সময় জেলা প্রশাসন ওই ফরেস্টটিকে ইকো টুরিজম পার্ক করার উদ্যোগ নিয়েছিল প্রশাসন। পরে বন্ধ হয়ে যায়।
বর্তমানে বিস্তীর্ণ জমিতে এখন শুধু গাছ রয়েছে। একেবারেই আত্রেয়ী নদীর পারেই রয়েছে ফরেস্টটি। কয়েক বছর আগে পর্যন্ত যে পরিমাণ গাছ ও জায়গা ছিল সেগুলি নদী গর্ভে চলে যাচ্ছে। এবারেই প্রায় ১০ ফুট নদীপাড় একবারে ভেঙে গিয়েছে। জলে মিশে গেছে বেশ কয়েকটি গাছ। আরও বেশ কিছু এলাকায় নদী পারে ফাটল দেখা দিয়েছে। এদিকে নদীর ওপারে ফতেপুর, সেখানে নদী পার বোল্ডার পাথর বাঁধাই করা হয়েছে। যার ফলে ওপারে নদীপার আর ভাঙে না।
স্থানীয়দের অভিযোগ, বছর বছর ওই ফরেস্টের গাছ ও জমি নদীগর্ভে তলিয়ে গেলেও জেলা প্রশাসন বা সেচ দফতর এনিয়ে কোনও উদ্যোগ নেওয়া হয় না। বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

