Kalbaisakhi: কালবৈশাখীতে এক লহমায় লণ্ডভণ্ড গঙ্গারামপুরের বিস্তীর্ণ অংশ
Kalbaisakhi: রবিবার ভোর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক ও শহরের ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। যার জেরে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন এলাকা। ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি গাছপালা সহ বাড়িঘর।

গঙ্গারামপুর: কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা।ভেঙে গেল একই এলাকার বেশকিছু বাড়িঘর। ভেঙেছে বৈদ্যুতিক খুঁটি। যার জেরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে গঙ্গারামপুরের বেশ কিছু এলাকায়। এদিকে বাড়িঘর ভেঙে পড়ায় প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন ঝরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষজন। এদিকে বিষয়টি জানতে পেরে এদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।
প্রসঙ্গত, রবিবার ভোর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক ও শহরের ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। যার জেরে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন এলাকা। ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি গাছপালা সহ বাড়িঘর। তেমনি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি, পালশা-সহ বিভিন্ন এলাকা।
ঝড়ে ভেঙে গিয়েছে বাড়ি ঘর। আর এতেই দুশ্চিন্তায় এলাকার মানুষজন। এমত অবস্থায় সরকারি সাহায্যের দাবি তুলেছেন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজন। এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান উদয় গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত বরণ কুন্ডু। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবারের পাশাপাশি সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। এদিন দক্ষিণবঙ্গের ৯ জেলায় কমলা সতর্কতা জারি। পশ্চিমের তিন জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে।





