বালুরঘাট: লোকসভা ভোটের গণনাপর্বে বালুরঘাট থেকে শুরুতে এগিয়ে থাকলেও, যত রাউন্ড এগিয়েছে, পিছনে পড়ে গিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বাংলায় বিজেপির সামগ্রিক পরিস্থিতিও বর্তমানে খুব একটি সুবিধার নয়। গণনার শুরুর দিকে বিজেপি প্রার্থীরা এগিয়ে থাকলেও, সাম্প্রতিক ট্রেন্ড বলছে, অনেকটা এগিয়ে গিয়েছে তৃণমূল। যদিও এখনই হাল ছাড়তে নারাজ সুকান্ত মজুমদার। তিনি এখনও আশাবাদী, শেষ পর্যন্ত তৃণমূলের থেকে বেশি আসনই পাবে বিজেপি। তাঁর কথায়, “শেষ হাসি আমরাই হাসব। তৃণমূলের থেকে একটি হলেও বেশি আসন পাব আমরা।” নিজের লোকসভা আসনেও হিন্দু ভোটের হাত ধরে ক্যামব্যাকের বিষয়ে আত্মবিশ্বাসী সুকান্ত।
তাই দলের যে কর্মীরা কাউন্টিং এজেন্ট হিসেবে গণনাকেন্দ্রে গিয়েছেন, তাঁরা যেন গণনাকেন্দ্রের ভিতরেই শেষ পর্যন্ত থাকেন, সেই বার্তাও দিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি। তাঁর যুক্তি, এখনও ২৫ শতাংশও গণনা হয়নি। সেক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাবে বলেই আশাবাদী সুকান্ত। বালুরঘাটের গণনা পর্বের টানাটানি নিয়েও মন্তব্য করেন সুকান্ত।
এগিয়ে থাকার পর পিছিয়ে পড়লেও, পরবর্তী রাউন্ডগুলিতে তিনিই আবার লিড নেবেন, সে ব্যাপারে আত্মপ্রত্যয়ী বঙ্গ বিজেপির সভাপতি। সুকান্ত বলেন, “আমাকে তিনটে রাউন্ড দিন, আমি এগিয়ে যাব। দুই রাউন্ড শেষে আমার ১২ হাজার গ্যাপ হয়ে গিয়েছিল। পঞ্চম রাউন্ড শেষে সেই গ্যাপ কমে হয়েছে ২৪৮১। এরপর আমরা লিডের দিকে চলে যাব।” তাঁর কথায়, “মুসলিম ভোট তো আমরা পাইনি। আমরা হিন্দু ভোট দিয়ে মেক আপ করব। হিন্দু এলাকায় ঢুকলে ভোট বেড়ে যাবে।”