Hanskhali: ‘ধর্ষণকে স্পনসর করছেন মুখ্যমন্ত্রী নিজে’, মমতাকে ঝাঁঝালো আক্রমণ মীনাক্ষীর

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 17, 2022 | 3:34 PM

Minakshi slams Mamata: হাঁসখালির ঘটনা প্রসঙ্গে মীনাক্ষী বলেন, "সরকার যখন ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করে তখন এটা বুঝে নিতে হয় এটা সরকারিভাবে স্পনসর্ড। সরকারিভাবে ধর্ষণকে স্পনসর করছেন রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নিজে।"

Hanskhali: ধর্ষণকে স্পনসর করছেন মুখ্যমন্ত্রী নিজে, মমতাকে ঝাঁঝালো আক্রমণ মীনাক্ষীর
মীনাক্ষীর নিশানায় মমতা

Follow Us

বংশীহারী: হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ (Hanskhali Minor Assault) এবং তারপর মৃত্যু শংসাপত্র ছাড়াই দেহ পুড়িয়ে দেওয়ার যে অভিযোগ উঠেছে, তাতে কার্যত মুখ পুড়েছে রাজ্যের শাসক দলের। ঘটনায় অভিযুক্ত স্থানীয় এক দাপুটে তৃণমূল নেতার ছেলে। এই নিয়ে রাজ্যের শাসক দলের উপর ক্রমেই চাপ বাড়াচ্ছে বিরোধী দলগুলি। হাইকোর্টের নির্দেশে ঘটনায় সিবিআই তদন্ত চলছে। সব মিলিয়ে রাজ্যে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে বেশ অস্বস্তিতে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবার সরকারের সেই অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। সরাসরি তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মীনাক্ষির অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী নিজে সরকারিভাবে ধর্ষণকে স্পনসর করছেন।

রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে এক দলীয় কর্মসূচিতে মীনাক্ষী রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানান। বলেন, “হাঁসখালির ঘটনায় লজ্জায় মুখ ঢাকছে আমাদের। এটা যদি শুধু দুষ্কৃতীদের কাজ হত, আলাদা বিষয় ছিল। সরকার যখন ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করে তখন এটা বুঝে নিতে হয় এটা সরকারিভাবে স্পনসর্ড। সরকারিভাবে ধর্ষণকে স্পনসর করছেন রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নিজে। এটা শুধু হাঁসখালিতে নয়, হাঁসখালি একটি নাম মাত্র… গোটা রাজ্যে প্রায় প্রত্যেকদিন।” রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরেতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে এমনই মন্তব্য করলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। এর পাশাপাশি, বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বামেদের ভোট শতাংশ বৃদ্ধির বিষয়েও প্রশ্ন করা হয় তাঁকে। সেই প্রসঙ্গে মীনাক্ষী বলেন, “সারা রাজ্যেই নির্বাচনে মানুষ বামফ্রন্টের উপর আস্থা রাখছে। আমরাও আমাদের আস্থার জায়গাকে মানুষের ভরসা জায়গায় পৌঁছাতে পারছি। এরই ফলস্বরূপ বালিগঞ্জের নির্বাচনে দ্বিতীয় স্থানে বামফ্রন্ট। শুধুমাত্র বালিগঞ্জ নয়… শান্তিপুর, তাহেরপুরও রয়েছে। তবে বর্তমান সময়ে বালিগঞ্জ আমাদের কাছে সবথেকে বড় সাফল্য।”

রবিবার বুনিয়াদপুরে সিপিআইএম পার্টি অফিসে ডিওয়াইএফআইয়ের একটি কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেখানে এসেই এই বক্তব্য রাখেন মীনাক্ষী। মূলত মালদা ,উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার যুব নেতৃত্বদেরকে নিয়ে রবিবারের এই কর্মিসভা অনুষ্ঠিত হয়। আগামী ১২ থেকে ১৫ মে কলকাতা সল্টলেক স্টেডিয়াম প্রাঙ্গণে ১১ তম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি হিসাবে বুনিয়াদপুরে সিপিআইএম পার্টি অফিসে যুবদেরকে নিয়ে কর্মিসভা অনুষ্ঠিত হয়। রবিবারের ওই কর্মিসভায় মীনাক্ষী মুখোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা সম্পাদক সরোজ দাস, দক্ষিণ দিনাজপুর জেলার সম্পাদক শুভজিৎ দাস এবং সভাপতি সমীরণ সাহা সহ অন্যান্যরা।

আরও পড়ুন : Attempt to Murder: বিয়ের পর থেকেই স্বামীর এমন স্বভাব, হাত মেলান দেওরও… থানায় বিস্ফোরক তরুণী বধূ

আরও পড়ুন : Agitation SLST candidates: রমজানেও জারি অনশন, প্রবল রোদে অসুস্থ চাকরি প্রার্থীরা, তোলা হল অ্যাম্বুল্যান্সে

Next Article