Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sealdah-Balurghat New Train: আসছেন না মোদী, ২৪ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে না বালুরঘাট-শিয়ালদহ নতুন ট্রেনের?

Sealdah-Balurghat New Train: প্রসঙ্গত, বালুরঘাট শিয়ালদহ নতুন ট্রেন ঘোষণা হতেই জেলাজুড়ে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তাই কবে উদ্বোধন হবে নতুন ট্রেন? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। বালুরঘাটের সাংসদ ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর হাতে ভার্চুয়ালি ট্রেনটির উদ্বোধন করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন।

Sealdah-Balurghat New Train: আসছেন না মোদী, ২৪ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে না বালুরঘাট-শিয়ালদহ নতুন ট্রেনের?
প্রতীকী ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2023 | 1:17 PM

বালুরঘাটঃ নতুন ট্রেনের আগমনের খবরটা আসতেই খুশির হাওয়া বয়ে গিয়েছিল গোটা বালুরঘাটে। উদ্বোধনের দিনক্ষণও ঠিকঠাক হয়ে গিয়েছিল। কিন্তু, ২৪ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে না বালুরঘাট শিয়ালদহের নতুন ট্রেন৷ ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ভার্চুয়ালি বালুরঘাট শিয়ালদহ নতুন ট্রেন উদ্বোধনের কথা থাকলেও উদ্বোধন হচ্ছে না। তবে চলতি মাসেই এই ট্রেন ভার্চুয়ালি উদ্বোধন করবেন মোদী। এমনটাই জানিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে রেল সূত্রে খবর, আগামী ৩০ ডিসেম্বর মালদার নতুন ট্রেন চালুর দিনই বালুরঘাটেও নতুন ট্রেন উদ্বোধন করবেন মোদী। জানা গিয়েছে, এই প্রথম বালুরঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ‘এলএইচবি’ উন্নত আধুনিক মানের কামরাযুক্ত ট্রেন পাচ্ছে জেলাবাসী। ফলে উদ্বোধন নিয়ে আলোড়ন পড়েছে জেলাজুড়ে। 

তবে বালুরঘাট শিয়ালদহ নতুন ট্রেন চালুর ব্যাপারে এখনও সরকারিভাবে কিছুই জানায়নি রেল। কিন্তু রেলের তরফে ওই নতুন ট্রেন চালুর ব্যাপারে সবরকম ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, এই ট্রেন চালুর ব্যাপারে এখনও অফিসিয়ালি কিছুই জানানো হয়নি। নতুন তথ্য এলেই জানানো হবে। 

প্রসঙ্গত, বালুরঘাট শিয়ালদহ নতুন ট্রেন ঘোষণা হতেই জেলাজুড়ে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তাই কবে উদ্বোধন হবে নতুন ট্রেন? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। বালুরঘাটের সাংসদ ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর হাতে ভার্চুয়ালি ট্রেনটির উদ্বোধন করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। রেলের তরফেও সবুজ সংকেত মিলেছিল। কিন্তু প্রধানমন্ত্রীর কলকাতা সফর বাতিলের ফলে অনেক কর্মসূচিই বাতিল হয়েছে। ফলে বালুরঘাট শিয়ালদহ ট্রেনের উদ্বোধনও বাতিল হয়েছে। কিন্তু আগামী ৩০ ডিসেম্বর সেই ট্রেন উদ্বোধন হতে পারে বলে সূত্রের খবরে জানা গিয়েছে। এদিকে বালুরঘাট শিয়ালদহ ট্রেন ঘোষণা হলেও এখনও ট্রেনের নাম ঠিক হয়নি। জেলার বিভিন্ন মহল থেকে বিভিন্ন নামের দাবি জানানো হয়েছে। কিন্তু রেলের তরফে এখনও কোন নামই চূড়ান্ত হয়নি বলেই জানা গিয়েছে।

এ বিষয়ে বালুরঘাট লোকসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বালুরঘাট শিয়ালদহ নতুন ট্রেন নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আগামী ২৪ তারিখ কলকাতার প্রধানমন্ত্রীর আসার কথা ছিল। কিন্তু ওনার গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় ওইদিন আসছেন না৷ ফলে ট্রেনটিও উদ্বোধন হচ্ছে না। তবে চলতি মাসেই একেবারে শেষে এই ট্রেনটি প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারেন। মালদা থেকে ওইদিন অমৃতভারত নতুন ট্রেনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।