Balurghat: ‘ঘরে গিয়ে দেখ তো ও সুইসাইড করল কি না’, ফোনের ওপারে মেয়েটার কথা শুনে এক ছুট দিল ভাই, দরজা খুলতেই…

Balurghat: পরিবার সূত্রে খবর,ওই নাবালকের মালদহ জেলার নালাগোলা এলাকার একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। প্রতিদিনের মতো সোমবার সকালেও প্রেমিকার সঙ্গে কথা বলছিল সে। তখনই নাকি তাদের মধ্যে বচসা হয়। এরপরই সুমন নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়।

Balurghat: 'ঘরে গিয়ে দেখ তো ও সুইসাইড করল কি না', ফোনের ওপারে মেয়েটার কথা শুনে এক ছুট দিল ভাই, দরজা খুলতেই...
বালুরঘাটে ভয়ঙ্কর ঘটনা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2024 | 8:55 PM

বংশীহারী: প্রেম করছিল বছর পনেরোর নাবালক। অনেকদিনের সম্পর্কই তাদের। তবে পরিণতি এই হবে হয়ত কেউ ভাবেননি। প্রেমিকার সঙ্গে ঝগড়া। আর তার জেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক নাবালক। মৃতের নাম সুমন রায় (১৫)। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বোকরাডাঙা এলাকার।

পরিবার সূত্রে খবর,ওই নাবালকের মালদহ জেলার নালাগোলা এলাকার একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। প্রতিদিনের মতো সোমবার সকালেও প্রেমিকার সঙ্গে কথা বলছিল সে। তখনই নাকি তাদের মধ্যে বচসা হয়। এরপরই সুমন নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে দেয় নাবালক। কিছুক্ষণ পরেই ঘটনাটি পরিবারের নজরে আসতেই এলাকায় নেমে আসে শোকে ছায়া। পরবর্তীতে খবর যায় বংশীহারী থানায়। বংশীহারী থানার পুলিশ এসে মৃতদের উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য পাঠায় বালুরঘাটে পাঠায়।

মৃতের আত্মীয় কমলাকান্ত রায় বলেন, “আমার কাকার ছেলে ও। প্রেম করত। কথাকাটাকাটির জন্য ঘরে ঢুকে ফাঁস দিয়েছে। তারপরই মৃত্যু হয়। আর যেই সময় ঘটেছে তখন কেউ ঘরে ছিল না। এরপর ওর প্রেমিকাই আর এক ভাইকে বলেছে দেখ তো ও সুইসাইড করল কি না। তারপর দেখল হ্যাঁ ঠিক তাই।”