Patiram Accident: যাত্রী নামাতে দাঁড়িয়ে ছিল বাস, পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল পিকআপ ভ্যান! ভয়ঙ্কর পরিণতি

South Dinajpur: দুমড়ে মুচড়ে যায় পিক আপ ভ্যানটি।

Patiram Accident: যাত্রী নামাতে দাঁড়িয়ে ছিল বাস, পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল পিকআপ ভ্যান! ভয়ঙ্কর পরিণতি
পতিরামে দুর্ঘটনা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2021 | 8:04 PM

পতিরাম : দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা পিক আপ ভ্যানের। গুরুতর আহত চালক। অল্পের জন্য প্রাণে বাঁচেন স্থানীয়রা৷

আজ বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের মাঝিয়ানে ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর। পথ দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বালুরঘাট – গাজোল ৫১২ জাতীয় সড়ক। যদিও পতিরাম থানার পুলিশ মুহুর্তের মধ্যে পৌঁছে স্বাভাবিক করে পরিস্থিতি।

পুলিশ ও স্থানীয় সুত্রের খবর, এদিন দুপুরে বালুরঘাট থেকে একটি যাত্রীবোঝাই বাস গঙ্গারামপুরের দিকে যাওয়ার সময় পতিরামের মাঝিয়ান এলাকায় যাত্রী নামাতে দাঁড়িয়ে পড়ে। সেইসময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে ওই যাত্রী বোঝাই বাসটিকে।

বাসের তেমন ক্ষয়ক্ষতি না হলেও দুমড়ে মুচড়ে যায় পিক আপ ভ্যানটি। গুরুতর আহত হয় পিক আপ ভ্যানের চালক। যাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা ভর্তি করেন বালুরঘাট জেলা হাসপাতালে।

এবিষয়ে প্রত্যক্ষদর্শী নীলু সরকার বলেন, “বাসটি যাত্রী নামানোর সময় আচমকা পিছন থেকে ওই পিক আপটি এসে ধাক্কা মারে। যার চালক গুরুতর আহত হয়েছে।”

প্রসঙ্গত, আজ সকালেই জলপাইগুড়িতে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর আসে।

সাত সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল নব দম্পতি-সহ মোট ৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলকাব্যের। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে চালসা সংলগ্ন কুর্তি নদীর সেতু এলাকায়। আহত ৪ জনই শিলিগুড়ির বাসিন্দা।

জানা গিয়েছে, সোমবার রাতে চালসার একটি হোটেলে বিয়ে হয় ওই দম্পতির। বুধবার সকালে একটি ছোট গাড়িতে করে দম্পতি-সহ মোট ৪ জন মালবাজারের মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। যাওয়ার পথে চালসার ৩১ নং জাতীয় সড়কের কুর্তি সেতু পাশের এলাকায় ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে নদীর নীচে পড়ে যায়।

স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে চালসার একটি একটি নার্সিংহোমে নিয়ে যান।সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শিলিগুড়ি স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে এলাকায় যায় মেটেলি থানার পুলিশ। পুলিশ গিয়ে গাড়িটি উদ্ধার করে।ঘটনার খবর চাইর হতেই বহু মানুষের ভিড় উপচে পড়ে এলাকায়।

গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে, মুছড়ে গিয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, আচমকাই তাঁরা একটি বিকট শব্দ শুনতে পেয়েছিলেন। শব্দের উত্স সন্ধানে তাঁরা দৌড়ে আসেন। দেখেন গাড়িটি মুখ থুবড়ে নদীতে পড়ে রয়েছে। গাড়ির সামনের অংশ দমুড়ে গিয়েছে। তার মধ্যেই আটকে ছিলেন চার জন।

গাড়িতে থাকা এক বধূর হাতের মেহেন্দি ও পরনের পোশাক দেখে তাঁরা বুঝে গিয়েছিলেন সদ্যই বিয়ে হয়েছে ওই তরুণীর। পাশে ছিলেন তাঁর স্বামী। দুই জনেই গুরুতর আহত হয়েছেন। গাড়িতে ছিলেন আরও দু’জন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

আরও পড়ুন: Barrackpore Police Commissionerate: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে হল কাজ, তৎপর পুলিশ! ২০ দিনে পাকড়াও ৩০ চোর