South Dinajpur: স্বাধীনতার পর থেকে কাঁচা রাস্তা, তীব্র জল সঙ্কট, পুজোর মুখে তপনে পথ অবরোধ গ্রামবাসীদের
South Dinajpur: গ্রামবাসীদের অভিযোগ, মালঞ্চা গ্রামপঞ্চায়েতের সুন্দরী মোড় থেকে ধন্দিপাড়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তা পাকা করার দাবি জানিয়ে এলেও কোন কাজই হয়নি। এদিকে দীর্ঘদিন ধরে জলকষ্টেও ভুগছেন গ্রামের বাসিন্দারা।

তপন: স্বাধীনতার পর থেকেই কাঁচা রাস্তা। এমনি সময় সমস্যা তো রয়েই, বর্ষায় যেন পথচলা কার্যত দুঃস্বপ্নের মতো হয়ে যায় এলাকার বাসিন্দাদের কাছে। সঙ্গে আবার গোদের উপর বিষফোঁড়ার মতো এলাকায় রয়েছে তীব্র জল সঙ্কট। এলাকার বাসিন্দাদের দাবি, প্রশাসনকে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি। তারই প্রতিবাদে বৃহস্পতিবার তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের চামটাকুরি মোড়ে পথ অবরোধ করল গ্রামবাসীরা। পথ অবরোধের জেরে এলাকায় ব্যাপক যানজটও তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তপন থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও পুলিশি হস্তক্ষেপে অবরোধ তোলা যায়নি। শেষে ঘটনাস্থলে যান তপন ব্লকের জয়েন্ট বিডিও জয়ন্ত কুমার পাঠক ও ডিএসপি (ডিএনটি) প্রদীপ সরকার। তিনি আশ্বস্ত করার পর ওঠে অবরোধ। স্বাভাবিক হয় পরিস্থিতি।
গ্রামবাসীদের অভিযোগ, মালঞ্চা গ্রামপঞ্চায়েতের সুন্দরী মোড় থেকে ধন্দিপাড়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তা পাকা করার দাবি জানিয়ে এলেও কোন কাজই হয়নি। এদিকে দীর্ঘদিন ধরে জলকষ্টেও ভুগছেন গ্রামের বাসিন্দারা। গ্রামে রয়েছে একটিমাত্র টিউবয়েল। সেই টিউবওয়েলেও জল পাচ্ছেন না এলাকার বাসিন্দারা। সে কারণেই বৃহস্পতিবার পথ অবরোধ করে চলে বিক্ষোভ। সকাল ১০ টা থেকে প্রায় তিনঘণ্টা পথ অবরোধ চলে বলে জানা যাচ্ছে। তপন ব্লকের জয়েন্ট বিডিও জয়ন্ত কুমার পাঠক, ডিএসপি (ডিএনটি) প্রদীপ সরকার এদিন গোটা এলাকা ঘুরে দেখেন। দ্রুত সমস্যার সমাধান হবে বিক্ষোভকারীদের আশ্বস্তও করেন।
এ বিষয়ে তপন ব্লকের জয়েন্ট বিডিও জয়ন্ত কুমার পাঠক বলেন, পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পুরো রাস্তাটি ঘুরে দেখেছি। ওই রাস্তাটি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিলে করা হবে। অনুমোদন পেলেই রাস্তার কাজ শুরু হয়ে যাবে। আমরা গ্রামবাসীদের সে কথা জানিয়েছি। আর জলের সমস্যা দূর করার জন্য ট্যাঙ্ক পাঠানো হবে। পাশাপাশি পুজোর পরেই সোলারের মাধ্যমে জল প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
