AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Plastic Bottle: প্লাস্টিকের বোতল জমা করে এই মেশিনে ঢোকান, আর পেয়ে যান ‘বড় উপহার’, নতুন উদ্যোগ প্রশাসনের

West Bengal Goverment: নাহ তার জন্য ফাইন হবে না। কিন্তু প্লাস্টিকের বোতল জমা করলে মিলবে রেঁস্তোরা বা স্থানীয় দোকানের কুপন মিলবে। দেশের বেশ কিছু বড় শহরগুলিতে এই ধরনের উদ্যোগ আগে নেওয়া হয়েছিল। তবে পশ্চিমবঙ্গে এই ধরনের উদ্যোগ প্রথম।

Plastic Bottle: প্লাস্টিকের বোতল জমা করে এই মেশিনে ঢোকান, আর পেয়ে যান 'বড় উপহার', নতুন উদ্যোগ প্রশাসনের
প্লাস্টিকের বোতল জমা করলে মিলবে কুপনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 21, 2025 | 1:57 PM
Share

কলকাতা: জল খাচ্ছেন তারপর প্লাস্টিকের প্যাকেট দুম করে রাস্তায় ফেলছেন? কিংবা বাসে-ট্যাক্সিতে যাতায়াত করতে-করতে কোল্ড ড্রিঙ্কের প্লাস্টিকের বোতল মাটিতে ছুড়ে ফেলছেন? তবে সেই অভ্যাস এখনই ট্যাগ করুন। নাহ তার জন্য ফাইন হবে না। কিন্তু প্লাস্টিকের বোতল জমা করলে রেঁস্তোরা বা স্থানীয় দোকানের কুপন মিলবে। দেশের বেশ কিছু বড় শহরগুলিতে এই ধরনের উদ্যোগ আগে নেওয়া হয়েছিল। তবে পশ্চিমবঙ্গে এই ধরনের উদ্যোগ প্রথম।

রাজ্যের পঞ্চায়েত দফতর ‘স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের’ অধীনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা ধরনের প্রকল্পের কাজ শুরু করেছে। তবে দক্ষিণ দিনাজপুর জেলা প্লাস্টিক দূষণ কমাতে নতুন পথে হাঁটা শুরু করল। প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করা যাচ্ছে না। অথচ যত্রতত্র প্লাস্টিক ফেলে দেওয়ার জন‍্য দূষণ বেড়ে চলেছ। পরিবেশবিদদের সতর্কতা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবে প্লাস্টিক দূষণের মাত্রা ক্রমশ বাড়ছে।

এই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুরের জেলা প্রশাসন জেলার সমস্ত ব্লকে ব্লকে ‘রিভার্স ভেন্ডিং মেশিন’ স্থাপন করল। জেলা প্রশাসনের তরফ থেকে আবেদন করা হচ্ছে যাতে তাঁরা প্লাস্টিকের বোতল নির্দিষ্ট রিভার্স ভেন্ডিং মেশিনে ফেলেন। তার বিনিময়ে তাঁরা স্থানীয় দোকান, রেস্তোরাঁ ইত্যাদির ছাড় কুপন-অফার ইত্যাদি পাবেন।