South Dinajpur: আচমকাই পিলারে ধাক্কা অটোর! রক্তে ভাসছেন সিপিএম নেতা, চিৎকার চার ছাত্রীর
Banshihari: খবর পেয়ে পৌঁছয় বংশীহারী থানার পুলিশ৷ অটোয় চেপে ওই ছাত্রীরা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল।
দক্ষিণ দিনাজপুর: কলেজে পরীক্ষা চলছে। সেই পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথদুর্ঘটনার কবলে পড়ল একদল ছাত্রী। শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার নারায়ণপুর এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে পৌঁছয় বংশীহারী থানার পুলিশ৷ অটোয় চেপে ওই ছাত্রীরা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। অটোর ভিতর ছিলেন এক সিপিএম নেতাও। তাঁকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, অটোর চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অনুমান। সে কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটে। তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।
বুনিয়াদপুর কলেজে প্রথম বর্ষের পরীক্ষা চলছে। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল ছাত্রীরা। ছিল নিকিতা মালাকার (১৯), সঙ্গীতা মণ্ডল (১৮), প্রিয়াঙ্কা রায় (১৮), আরমিনা খাতুন (১৮)। কুশমুণ্ডির দিকে যাচ্ছিল তারা। বুনিয়াদপুর পুরসভার নারায়ণপুর পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় হঠাৎই অটোটি নিয়ন্ত্রণ হারায় বলে অভিযোগ। এরপরই একেবারে পাল্টি খেয়ে যায় সেটি। অটোযাত্রীরা কমবেশি সকলেই আহত হয়। ছিলেন এলাকার সিপিএম নেতা গৌতম গোস্বামীও। তিনি কুশমুণ্ডি যাচ্ছিলেন দলীয় বৈঠক করতে। সূত্রের খবর, তাঁর চোট সবথেকে বেশি। গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এই ঘটনার পরই গাড়ি ছেড়ে পগারপার অটো চালক। আপাতত থানায় নিয়ে যাওয়া হয়েছে অটোটি।
স্থানীয় বাসিন্দা দারুল ইসলামের কথায়, “একটা অটো বুনিয়াদপুর হয়ে আমিনপুরের দিকে যাচ্ছিল। মেয়েগুলো সব পরীক্ষা দিয়ে ফিরছিল। একজনই পুরুষ যাত্রী ছিলেন। উনি সামনের সিটে বসেছিলেন। অটোটা খুব জোরে যাচ্ছিল। চালক মদ খেয়ে ছিল কি না কে জানে! তেল পাম্পের সামনে গিয়ে একটা পিলারের মধ্যে ধাক্কা মারে। গাড়িটা উল্টে পড়ে যায়। অটোটা তো ভেঙেছেই। বাচ্চা মেয়েগুলো, ভদ্রলোক খুবই আহত হয়েছেন। সব এই হাসপাতালে এসেছে। কারও ব্যান্ডেজ করা হল, কাউকে আবার ইনজেকশন দিতে হচ্ছে।”
এক ছাত্রীর চোখের নীচে আঘাত লেগেছে। ঠোঁটও কেটে গিয়েছে। আরেকজনকে চ্যানেল করে স্যালাইন দেওয়া হয়। ভয়ে আরেকজন কান্নাকাটি শুরু করে দেয়। তবে আঘাত গুরুতর যিনি অটোর সামনে বসেছিলেন। রক্তে ভাসছে গা। কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। পায়েও আঘাত লেগেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফাঁকা রাস্তা ছিল। কোথাও কোনও জ্যাম ছিল না। কয়েকটা বাইক চলছিল। চোখের সামনে এমন ঘটনা। সোজা গিয়ে ধাক্কা মেরে দিল। তাঁদের অভিযোগ, প্রশাসনের উচিৎ এদের কড়া ব্যবস্থা করা। মদ খেয়ে থাকলে আইন মেনে সাজা দেওয়া। না হলে মানুষের জীবন নিয়ে সংশয় থেকে যাবে।
আরও পড়ুন: Bengal Budget: কোনও প্রকল্প বন্ধ হবে না, বাজেট প্রস্তাবের পর রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রী মমতার
আরও পড়ুন: Mamata Banerjee: ‘ইভিএমের ফরেন্সিক পরীক্ষা করানো হোক’, উত্তর প্রদেশের রায় নিয়ে অখিলেশের পাশে মমতা